মুখ্যমন্ত্রীর ‘ডি-লিট’ পাওয়া নিয়ে জনস্বার্থ মামলার রায় দিল আদালত বিশেষ খবর রাজ্য January 25, 2018 গত ১১ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সাহিত্যে, সংস্কৃতিতে ও সমাজসেবায় অনন্য নাজিরের জন্য সাম্মানিক ডি-লিট উপাধি তুলে দেয়। নজরুল মঞ্চে ওই সম্মান তুলে দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি-লিট দিলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ক্ষুণ্ণ হবে বলে মন্তব্য করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রঞ্জু গোপাল মুখোপাধ্যায়। আজ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেই জনস্বার্থ মামলাটি খারিজ করে দেন। তিনি তাঁর রায়ে স্পষ্ট জানিয়ে দেন, বিষয়টি কোনও জনস্বার্থের সঙ্গে জড়িত নয়, আদালতের বিচার্য বিষয়ও নয় সেটি। প্রসঙ্গত, ডি-লিট উপাধি পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি নিজেকে ধন্য মনে করছেন, তবে এই সম্মানের যোগ্য তিনি নন, তাই এই ডি-লিট তিনি ব্যবহারও করবেন না। আর আদালতের এই রায়ের পর মুখ্যমন্ত্রী ডি-লিট প্রাপ্তি নিয়ে সব বিতর্কের আবাসন হল বলেই সংশ্লিষ্ট মহলের ধারণা। আপনার মতামত জানান -