এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অস্থায়ী নিয়োগেও স্বজনপোষণ, অনিয়ম? তীব্র প্রতিবাদে তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূলীরাই?

অস্থায়ী নিয়োগেও স্বজনপোষণ, অনিয়ম? তীব্র প্রতিবাদে তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূলীরাই?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বহুদিন ধরেই বিরোধীদের মুখে বলতে শোনা গিয়েছিল তৃণমূলের স্বজন পোষণের কথা। সেখানে সম্প্রতি অস্থায়ী নিয়োগে স্বজনপোষণ, অনিয়ম নিয়ে তীব্র প্রতিবাদ করতে দেখা গেছে তৃণমূলের একাংশকেই। সেখানে এই ঘটনায় আবারও সেই গোষ্ঠীদ্বন্দ্বের সম্ভাবনা প্রকাশ পেয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি বক্সা ব্যাঘ্র প্রকল্পে যে ১৬০ জনকে অস্থায়ী বন সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের বেশিরভাগই বহিরাগত বা বনদপ্তরের কর্মীদের আত্মীয় পরিজন এমনটাই অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের কথায়, এই নিয়োগে স্থানীয় বনবস্তিবাসী যুবকদের প্রাধান্যই দেওয়া হয়নি। সেখানে বনবস্তিবাসীর মাত্র ১৩ জন যুবকই এই নিয়োগে সুযোগ পেয়েছেন বলে জানা গেছে।

আর এই ঘটনার বিরোধিতা করে বুধবার আলিপুরদুয়ার জেলা সদর সংলগ্ন বক্সা ব্যাঘ্র প্রকল্পের দমনপুর পূর্ব ও পশ্চিম রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখাতে দেখা গেছে বনবস্তিবাসীদের। সেইসঙ্গে ওই বিক্ষোভে শামিল হতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরও। এদিন সকালে প্রথমে তৃণমূল কর্মীরা দু’টি রেঞ্জ অফিসের গেটে দলীয় পতাকা লাগান এবং পরে রেঞ্জ অফিসের গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে জানা যায়।

এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এই বিক্ষোভ চলে বলে জানা গেছে। অন্যদিকে, আন্দোলনকারীরা এদিন সরকারি অফিসে দলীয় পতাকা ব্যবহার করায় তৃণমূলের আলিপুরদুয়ার নেতৃত্ব অস্বস্তিতে পড়েছে বলে জানা গেছে। আর তাই ওই কর্মীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন রেঞ্জ অফিসে বিক্ষোভে নেতৃত্ব দেন তৃণমূলের রাজাভাতখাওয়ার প্রাক্তন অঞ্চল সভাপতি অ্যালবার্ট সাংমা ও তৃণমূল অনুমোদিত ডুয়ার্স ফরেস্ট ভিলেজার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ ভট্টাচার্য। এই ঘটনায় তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি জানিয়েছেন, বন সহায়ক পদের নিয়োগে বনবস্তিবাসীদের সঙ্গে অন্যায় করা হয়েছে। তাঁর কথায়, নিয়োগের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বন সহায়ক পদে স্থানীয় বনবস্তিবাসীদের প্রাধান্য দিতে হবে।

কিন্তু এই নিয়োগে বহিরাগত ও বনদপ্তরের কর্তাদের আত্মীয় পরিজনকে প্রাধান্য দেওয়া হয়েছে বলেই জানা গেছে। তাঁর কথায়, এটা মানা যায় না। তাই এই বিক্ষোভ আন্দোলন করে তাঁরা অন্যায় করেননি বলেই দাবি করেছেন। কারণ, তাঁদের কথায়, তাঁদের দল সরকারে থাকলেও, তাঁদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। এই আন্দোলন নিয়োগে স্বজনপোষণ ও অনিয়মের জন্য বনদপ্তরের একাংশের কর্তার বিরুদ্ধে।

আর এনিয়ে সঠিক তদন্ত না হলে ভবিষ্যতেও আন্দোলন হবে বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে জেলা তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, এভাবে সরকারি দপ্তর অবরুদ্ধ করে বিক্ষোভ দেখানো যায় না। তাই এই বিক্ষোভ আন্দোলনে দলের কারা জড়িত ছিল তা খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে ব্লক সভাপতির এই রিপোর্ট খতিয়ে দেখার পর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান হয়েছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!