বিজেপির ইতিহাসে ‘সর্বকালের বড় ভাঙন’ ধরাতে চলেছেন অভিষেক ব্যানার্জী রাজ্য January 25, 2018 সামনের ২৯ জানুয়ারি নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচন হতে চলেছে। প্রচারে কেউ তাই খামতি রাখছেন না। আজ যুবরাজ তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে যাবেন অভিষেক ব্যানার্জী। আর সেখানেই যুবরাজের হাত ধরে বিজেপির প্রায় কয়েকশো কর্মী তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে জানা গেছে। জানা গেছে কয়েকজন হেএভিয়েট নেতা সমেত প্রায় দেড় হাজার বিজেপি কর্মী যোগ দেবেন তৃণমূলে। ফলে রাজনৈতিকমহলের ধারণা যে ভোটের আগে এই বড় ভাঙ্গনে বিজেপির বড় ক্ষতি হবে। এছাড়া এত যে সংখ্যায় বিজেপি থেকে তৃণমূলে যোগ আগে হয়েছে বলেও জানা যায়নি। নোয়াপাড়া আগে থেকেই ভোগাচ্ছে বিজেপিকে। প্রথমে প্রার্থী হিসাবে মঞ্জু বসুর নাম ঘোষণা করার পরও তাঁর প্রার্থী না হওয়া। এবং আবার এই ভাঙ্গন বিজেপিকেই ঘুরে দাঁড়াতে পারবে। প্রশ্ন উঠছে রাজনৈতিকমহলে। আপনার মতামত জানান -