নোয়াপাড়া উপনির্বাচন: প্রিয়বন্ধু মিডিয়ার ফাইনাল ওপিনিয়ন পোল বিশেষ খবর রাজ্য January 25, 2018 ২০১৬ বিধানসভা নির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষের মৃত্যুতে নোয়াপাড়া বিধানসভায় উপনির্বাচন আসন্ন। এবার সেখানে চতুর্মুখি লড়াই হতে চলেছে। এই উপনির্বাচনে প্রার্থী হয়েছেন ১. তৃণমূল কংগ্রেসের সুনীল সিং ২. বিজেপির সন্দীপ ব্যানার্জী ৩. সিপিএমের গার্গী চ্যাটার্জী ৪. কংগ্রেসের গৌতম বোস গত সাতদিনে আমাদের পর্যবেক্ষক দল নোয়াপাড়া ঘুরে নির্দিষ্ট কিছু প্রশ্নের ভিত্তিতে সেখানে আসন্ন উপনির্বাচনে কি ফল হতে পারে তার একটা আভাস তুলে আনার চেষ্টা করেছে। এই সমীক্ষা কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে নয়, বরং নোয়াপাড়াবাসী আসন্ন উপনির্বাচন নিয়ে কি ভাবছেন সেই জনমতের প্রতিফলনকে তুলে আনার চেষ্টা মাত্র। আমাদের করা কিছু বিশেষ প্রশ্ন ও সেই প্রশ্নের উত্তরের ভিত্তিতে নোয়াপাড়ার সম্ভাব্য ফলাফলের আভাস নিম্নরূপ – ১. বর্তমান রাজ্য সরকার কেমন কাজ করছে? খুব ভালো – ১৫% ভালো/আশানুরূপ – ২৯% ভালো নয় – ৪৯% জানিনা/বলতে পারব না – ৭% ২. রাজ্য সরকারের পরিবর্তন হওয়া কি দরকার? হ্যাঁ – ৪৮% না – ৪৩% জানিনা/বলতে পারব না – ৯% ৩. রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান ? মমতা বন্দ্যোপাধ্যায় – ৩২% সুজন চক্রবর্তী – ১৮% মুকুল রায় – ১৫% দিলীপ ঘোষ – ১০% শুভেন্দু অধিকারী – ৭% অভিষেক বন্দ্যোপাধ্যায় – ৫% অধীর চৌধুরী – ৪% অন্যান্য – ৯% ৪. মঞ্জু বসুর বিজেপি প্রার্থী হিসাবে সরে যাওয়া এই নির্বাচনে প্রভাব ফেলবে? হ্যাঁ – ৪০% না – ৫২% জানিনা/বলতে পারব না – ৮% ৫. রাজ্যের কর্মসংস্থান আশানুরূপ? হ্যাঁ – ৩৫% না – ৫৫% জানিনা/বলতে পারব না – ১০% ৬. রাজ্যের শিল্প পরিস্থিতি আশানুরূপ? হ্যাঁ – ৩০% না – ৬২% জানিনা/বলতে পারব না – ৮% নোয়াপাড়া বিধানসভা নির্বাচনে সাম্ভাব্য ফলাফল – তৃণমূল কংগ্রেস – ৪৪% বিজেপি – ২৪% বামফ্রন্ট – ২৩% কংগ্রেস – ৮% নোটা – ১% আপনার মতামত জানান -