এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হেভিওয়েট তৃণমূল নেত্রী পদ হারাতেই কি তার অনুগামীদের ধরে ধরে ছাটা হবে? তীব্র জল্পনা দলেই!

হেভিওয়েট তৃণমূল নেত্রী পদ হারাতেই কি তার অনুগামীদের ধরে ধরে ছাটা হবে? তীব্র জল্পনা দলেই!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অর্পিতা ঘোষ দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি থাকার সময়ে যারা তার অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে গোটা জেলা দাপিয়ে বেড়াতে সম্প্রতি নতুন জেলা নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর এই সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে যার মধ্যে রয়েছেন দেবাশিস মজুমদার থেকে শুরু করে শুভাশিস পাল এবং সুনির্মল যদি বিশ্বাসের মতো নেতারা। সরকারি বা দলীয় পদে থেকে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ তুলে এই তিন নেতাকে শোকজ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। সোমবার এই ব্যাপারে সাংবাদিক বৈঠক করে দলের অবস্থান স্পষ্ট করেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের নতুন সভাপতি গৌতম দাস। আর তারপরেই জল্পনা তৈরি হয়েছে, এই তিন নেতা প্রাক্তন জেলা সভাপতি অর্পিতা ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ থাকার সুবাদে কি তাদের ডানা ছেঁটে দিল বর্তমান জেলা তৃণমূল নেতৃত্ব?

একাংশের মনে এটাও জল্পনা হিসেবে দেখা দিয়েছে, এই তিন নেতার পাশাপাশি এবার হয়ত অর্পিতা ঘোষের অনেক ঘনিষ্ঠ দায়িত্বপ্রাপ্ত নেতাকে তাদের পদ থেকে সরিয়ে দিতে পারে বর্তমান জেলা নেতৃত্ব। যা নিয়ে জেলা তৃণমূলের অন্দরে নতুন করে তৈরি হয়েছে সংশয়। অনেকে বলছেন, এই তৃণমূল নেতারা তাদের অনুগামীদের এতদিন অর্পিতা ঘোষ সভাপতি থাকার সময় নিজেদের মত করে দায়িত্ব দিয়েছিলেন। ফলে তাদের হাতের বাইরে জেলার রাশ কখনও বের হয়নি। কিন্তু নতুন জেলা নেতৃত্ব এসে সেই প্রথা ভাঙতে চাইছে। তাই সেই সমস্ত নেতারা শোকজ হওয়ার পর তাদের অনুগামীদের এবার পদ চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষ সূত্র মারফত খবর, কুমারগঞ্জের এক যুব নেতা সহ বালুরঘাটের বেশকিছু নেতাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এক্ষেত্রে ছাত্র এবং যুব সংগঠনের বেশ কিছু নেতার নাম সামনে আসতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই এবার অর্পিতা ঘোষ পদ থেকে সরে যাওয়ার পর তার অনুগামীদের যে ব্যাপকভাবে ডানা ছাটা হতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলায়, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অর্পিতা ঘোষ বলেন, “আমার অনুগামী বলে কোনো ব্যাপার নেই। দল যা সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক। হয়ত দল ভালো বুঝেছে বলেই শোকজ করেছে। এই বিষয়ে আমার কোনো মতামত নেই।”

এদিকে এই প্রসঙ্গে জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র বলেন, “রাজ্য এবং জেলা নেতৃত্ব যা সিদ্ধান্ত নিচ্ছে তা একদম ঠিক। আমি জেলা সভাপতি থাকাকালীন শোকজ করার পর এক নেতাকে বহিষ্কার করেছিলাম। আবার তাকে শোকজ করা হয়েছে। হয়ত দলের কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে। তাই তার বিরুদ্ধে বারবার এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামীতে দল যা ভালো বুঝবে, সেই মতো সিদ্ধান্ত নেবে।” সব মিলিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার তিন হেভিওয়েট নেতাকে শোকজ করার পর এবার অর্পিতা ঘোষের সময় পদ পাওয়া অন্যান্য নেতাদের ডানা ছাটা ব্যাপারেও জেলা নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!