এখন পড়ছেন
হোম > রাজ্য > আসানসোলে অনুষ্ঠান করা নিয়ে সানকে হুমকি দিয়েছে পুলিশ, বিস্ফোরক দাবি বাবুলের

আসানসোলে অনুষ্ঠান করা নিয়ে সানকে হুমকি দিয়েছে পুলিশ, বিস্ফোরক দাবি বাবুলের

ফের অভিযোগে রাজ্য পুলিশের নাম জড়ালো। নিস্তার মিলল না একজন স্বনামধন্য,জনপ্রিয় সংগীত শিল্পিরও। যথারীতি হোটেলে থাকাকালীন রুমে ঢুকে বলিউড খ্যাত গায়ক শানকে শাসিয়ে এল পুলিশ। এর বিরুদ্ধে সরব হয়ে নিজের ট্যুইটার হ্যান্ডেলে মন্তব্য করেছেন আসানসোলের সাংসদ তথা বিখ্যাত সংগীত শিল্পি বাবুল সুপ্রিয়। এ ব্যাপারে এখনো অব্দি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শানের।

জানা গিয়েছে, একটি মাদক কোম্পানির জন্য আসানসোলের পোলো গ্রাউন্ডে অনুষ্ঠান করতে এসেছিলেন শান এবং কেকে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বাবুল সুপ্রিয়কে আমন্ত্রণ করেছিলেন শান। যথারীতি কর্মক্ষেত্রের বহুদিনের পরিচিত বন্ধুর আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন আসানসোলের সাংসদ। একথা জানতে পেরেই পুলিশ হোটেলে গিয়ে শানকে ঘুম থেকে তুলে শাসিয়ে এসেছে। বলা হয়েছে,বাবুল সুপ্রিয় এলেই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হবে। এমনটাই অভিযোগে জানিয়েছেন বাবুল সুপ্রিয়। ট্যুইটারে লিখেছেন, “আমি কনসার্টে আসছি শুনে শানের হোটেলে গিয়ে ওকে শাসিয়েছে পুলিশ। যদি আমি যাই তবে অনুষ্ঠান বাতিল করার হুমকি দেয় পুলিশ।” তিনি এটাও জানিয়েছেন মিস্টার মুখোপাধ্যায় নামে এক পুলিশের কর্মকর্তা এই কাজটি করেছেন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রসঙ্গত,যে স্থানে অনুষ্ঠানটি হচ্ছে সেটি হীরাপুর থানার আওতাধীন। এই থানারই আধিকারিক রাজশেখর মুখোপাধ্যায়। শানের হোটেলের নীচেই তাকে দেখা গিয়েছে। তবে এবিষয়ে যে কোনো রকমের প্রশ্ন এড়িয়ে গিয়েছে পুলিশ। অন্যদিকে,একই অবস্থার শানেরও। তিনিও কোনোরকম মন্তব্য করতে নারাজ। বিষয়টি নিয়ে শানকে জিজ্ঞাসাবাদ করতে চাওয়া হলে তাঁর এক সহকর্মী জানান,শানদা মিডিয়ার সঙ্গে কথা বলতে চাননা।

অন্যদিকে,বাবুল সুপ্রিয় প্রশ্ন রেখেছেন-যে অনুষ্ঠানে আসানসোলের মেয়র এবং অন্যান্য তৃনমূল নেতারা উপস্থিত রয়েছেন সেখানে তিনি গেলে কেন শানকে শাসানো হবে? উল্লেখ্য,গোটা ঘটনাটাই আপাতত ধোঁয়াশার চাদরে মোড়া রয়েছে। যদি ভুক্তভোগী তিনি সামনে এসে কোনো প্রতিক্রিয়া জানালেন না,পুলিশও মুখে কুলুপ এঁটে রয়েছে। এর জেরে ইস্যুটি আরো ঘোরালো হয়েছে। তবে আওয়াজ তুলেছেন আসানসোলের সাংসদ। কেন এরকম জঘন্য কাজটি করা হল তার সঠিক তদন্তেরও দাবী করেছেন তিনি। এর নেপথ্যে তৃণমূলের হাত থাকার প্রবল সম্ভাবনা দেখছে বিজেপি। প্রশ্নের মুখে রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকাও। গুঞ্জন শুরু হয়েছে গেরুয়াশিবিরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!