এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > গুলি করে খুন তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান, এলাকায় উত্তেজনা

গুলি করে খুন তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান, এলাকায় উত্তেজনা

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভার চেয়ারম্যান খুন হয়ে গেলেন দুষ্কৃতিদের গুলিতে। মঙ্গলবার রাতের দিকে দুষ্কৃতিদের গুলিতে প্রাণ হারালেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান মনোজ উপাধ্যায়। সূত্র মারফত জানা যাচ্ছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় মনোজবাবুকে, চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‍সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সূত্র মারফত জানা যাচ্ছে, রাত প্রায় ১২ টা নাগাদ নিজের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন মনোজ বাবু। প্রায় ফাঁকা রাস্তায় তাঁর উপরে চড়াও হয় দুষ্কৃতিরা। তাঁকে কেন খুন হতে হল তার তদন্ত শুরু করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!