এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > জানুয়ারিতেই পঞ্চায়েত নির্বাচনের ‘টিজার রিলিজ’ করতে চায় বিজেপি

জানুয়ারিতেই পঞ্চায়েত নির্বাচনের ‘টিজার রিলিজ’ করতে চায় বিজেপি


তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে মুকুল রায় জানিয়েছিলেন ২০১৮ সালে অনুষ্ঠিত হতে চলা পঞ্চায়েত নির্বাচনে ইটা নিশ্চিত যে শাসকদল খারাপ ফল করবে, কিন্তু কে ভালো ফল করবে সেটা বলতে পারবেন না। উদাহরণ হিসাবে তিনি জানান, ২০০৮ সালেও তৎকালীন বামফ্রন্ট সরকার রাজ্যে পঞ্চায়েত ভোট হতে দেননি, তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস ভালো ফল করে ২ টি জেলা পরিষদ ছিনিয়ে নেয়। আর মুকুলবাবুর এহেন মন্তব্যের পর রাজনৈতিক মহলের ধারণা হয়েছিল যে আগামী পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করার মত সাংগঠনিক ভিত্তি তৈরি করতে হয়তো পারবেন না মুকুল বাবু, তাই পঞ্চায়েত নির্বাচনে সেভাবে ভালো ফল করার কথা বলতে পারছেন না।
কিন্তু বিজেপি দলীয় সূত্রে খবর, মুকুলবাবু শাসকদল ছেড়ে বেরিয়ে আসায়, মনে ‘সাহস’ পেয়ে যেভাবে রোজ তৃণমূল কংগ্রেস তো বটেই বামফ্রন্ট ও কংগ্রেস ছেড়েও দলে দলে কর্মী-সমর্থক বিজেপিতে আসছেন তাতে শীর্ষনেতৃত্ত্ব আপ্লুত। আর তাই বিজেপির শীর্ষনেতৃত্ত্ব মনে করছেন, এবার শাসকদলের সঙ্গে সরাসরি টক্কর দেওয়ার সময় এসে গেছে। দলীয় কর্মীদের মনোবল আরও মজবুত করতে ও দলের সাংগঠনিক ভিত সুদৃঢ় করতে লক্ষ লোকের সমাবেশ করে জানুয়ারিতে ব্রিগেডে সভা করতে চায় রাজ্য বিজেপি। আর এই সভায় প্রধান বক্তা হিসাবে সর্বভারতীয় সভাপতি অমিত শাহকেই আনতে দৃঢ়প্রতিজ্ঞ রাজ্য বিজেপি। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, ওই সমাবেশে পঞ্চায়েত ভোটের প্রচারের সুর বেঁধে দেওয়ার পাশাপাশি তৃণমূল থেকে বিজেপিতে যোগদানে ইচ্ছুকদের বার্তা দিতে চায় বিজেপি নেতৃত্ব। আর তারপরেই পঞ্চায়েত নির্বাচনেই রাজ্যে পুনরায় পরিবর্তনের হওয়া তুলে দিতে মরিয়া বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!