এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভায় মুকুলের একমাত্র পরিচয় বিজেপি বিধায়ক, রাজ্য রাজনীতিতে বিতর্ক বাড়ছে এই নিয়ে

বিধানসভায় মুকুলের একমাত্র পরিচয় বিজেপি বিধায়ক, রাজ্য রাজনীতিতে বিতর্ক বাড়ছে এই নিয়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভার নির্বাচন প্রাক্কালে গেরুয়া শিবিরে হঠাৎ করেই নিষ্ক্রিয় হয়ে যান মুকুল রায়। এবং তারপরেই প্রবল জল্পনা শুরু হয় মুকুল রায়ের তৃণমূল ফেরা নিয়ে। কার্যত সেই জল্পনাকে সত্যি করে গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন ধরিয়ে মুকুল রায় স্বপুত্র তৃণমূলে চলে এসেছেন কিছুদিন আগেই। এদিকে মুকুল রায় কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। এই অবস্থায় বিধানসভায় মুকুল রায়ের অবস্থান ঘিরে কার্যত বিতর্ক ও জটিলতার সৃষ্টি হয়েছে।

মুকুল রায় বিজেপির হয়ে বিধায়ক পদ পেয়েছেন। তাই তাঁকে গেরুয়া শিবিরের সঙ্গেই বিধানসভায় বিরোধী আসনে বসতে হবে বলে জানা যায়। এবং তাঁকে তিন নম্বর ব্লকের 42 নম্বর আসনটি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে এই আসন নির্ধারণ করে দেন। এই প্রথম মুকুল রায়ের বিধায়ক হিসেবে বিধানসভায় প্রবেশ। অন্যদিকে কিছুদিন আগেই মুকুল রায় তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলের পতাকা গ্রহণ করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই বর্তমানে বিধানসভায় মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যাপক জটিলতা তৈরি হয়েছে। অন্যদিকে মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন অভিযোগ দায়ের করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিও জানিয়েছেন তিনি বলে জানা যায়। সেই সংক্রান্ত জটিলতা এড়াতে মুকুল রায় আপাতত বিজেপি বিধায়কদের জন্য বরাদ্দ আসনেই থাকবেন বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, মুকুল রায় বিজেপি আসনে বসা কার্যত গেরুয়া শিবিরের জন্য তীব্র অস্বস্তি তৈরি করছে। কিন্তু যেহেতু মুকুল রায় বিজেপি বিধায়ক, তাই বিরোধী আসনেই তাঁকে বসার জায়গা করে দিতে হবে অন্যান্য বিজেপি নেতাদের আপত্তি থাকা সত্ত্বেও। একদিকে মুকুল রায় তৃণমূল নেতা, অন্যদিকে মুকুল রায় বিজেপি বিধায়ক। দুইয়ের সহাবস্থানে কার্যত মুকুল রায় কি বিজেপিকে চাপে ফেলার চেষ্টা চালাচ্ছেন বিধানসভায়? লাখ টাকার প্রশ্ন এখন এটাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!