এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > তৃণমূলকে ব্যতিব্যস্ত রাখতে স্বাধীনতা দিবসে এবার সপ্তাহব্যাপী নানা কর্মসূচি বিজেপির

তৃণমূলকে ব্যতিব্যস্ত রাখতে স্বাধীনতা দিবসে এবার সপ্তাহব্যাপী নানা কর্মসূচি বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার স্বাধীনতা দিবসে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি। জানা যাচ্ছে, আগামী ৯ ই আগস্ট থেকে শুরু করে আগামী ১৬ ই আগস্ট পর্যন্ত সপ্তাহ জুড়ে প্রতিদিন রাজ্যের জেলায় জেলায় একাধিক কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি। ভারতছাড়ো আন্দোলনের স্মরণ ও শহীদ দিবস পালনের মধ্য দিয়ে শুরু হবে বিজেপির এই বিশেষ কর্মসূচি। এই কর্মসূচির সমাপ্তি হবে আগামী ১৬ ই আগস্ট পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস পালনের মধ্য দিয়ে।

বিজেপির এই সপ্তাহব্যাপী কর্মসূচি সম্পর্কে বিজেপির তমলুক জেলা সভাপতি নবারুণ নায়েক জানিয়েছেন যে, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আগামী ৯ ই আগস্ট থেকে শুরু করে আগামী ১৬ ই আগস্ট পর্যন্ত প্রতিদিন একাধিক কর্মসূচি পালনের প্রস্তুতি নেয়া হচ্ছে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচি পালন করা হবে। দলের মণ্ডল ও মোর্চা নেতৃত্ব এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এভাবে সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের মধ্য দিয়ে একদিকে যেমন স্বাধীনতা দিবস ও স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে চলেছে বিজেপি, অন্যদিকে সেইসঙ্গে চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের বিরুদ্ধেও একের পর এক কর্মসূচি রয়েছে। ৯ ই আগস্ট ভারতছাড়ো আন্দোলনের কর্মসূচি যেমন রয়েছে, তেমনি রয়েছে শহীদ দিবস পালনের মতো কর্মসূচি। সেদিন রাজনৈতিক হিংসা, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে সমস্ত মন্ডলে চলবে মশাল মিছিল। দলের ৫০ জন সদস্যকে মশাল মিছিলে যোগদান করার নির্দেশ দেয়া হয়েছে। এরপর ১০ ই
আগস্ট রয়েছে স্বচ্ছতা অভিযান কর্মসূচি। যেখানে স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের মূর্তি পরিষ্কার করা হবে। এলাকায় সাফাই অভিযান চালানো হবে। জানা যাচ্ছে, সমস্ত বিধানসভা এলাকায় এই কর্মসূচি পালন করবে বিজেপি।
দলের জেলা নেতৃত্ব এর দায়িত্বে থাকবেন।

এরপর ১১ ই আগস্ট বিপ্লবী ক্ষুদিরাম বসুর স্মরণে সমস্ত বুথে বৃক্ষরোপণ উৎসব করা হবে। সেদিন স্বাধীনতা সংগ্রামী ও শহীদ পরিবারের বাড়িতে যাবেন ও সম্বর্ধনা দেবেন দলের নেতারা। আগামী ১২ ই আগস্ট সমস্ত বিধানসভা কেন্দ্র ও জেলা কেন্দ্রে ফুটবল, কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হবে। বিজেপির মন্ডল, জেলা নেতৃত্ব খেলায় অংশগ্রহণ করবেন। এরপর ১৩ ই আগস্ট বিজেপি মহিলা মোর্চার মিছিল চলবে। ১৪ ই আগস্ট বিজেপির বুদ্ধিজীবী সেল দেশভাগ ও বর্তমান পশ্চিমবঙ্গ বিষয়ে কাঁথিতে সভার আয়োজন করবেন।

১৫ ই আগস্ট স্বাধীনতা সংগ্রামের দিনে রাজ্যের সমস্ত বুথ, মন্ডল ও জেলা কেন্দ্রে বিজেপি স্বাধীনতা দিবস পালন করতে চলেছে। এরপর ১৬ ই আগস্ট পশ্চিমবঙ্গ দিবস পালনের মধ্য দিয়ে কর্মসূচির পরিসমাপ্তি ঘটতে চলেছে। বস্তুত,
বিধানসভা নির্বাচনে রাজ্য জয় করতে না পারলেও, রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি। বিরোধী হিসেবে তৃণমূলকে চাপে রাখতে একের পর এক কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত রয়েছে বিজেপির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!