এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > আসনসংখ্যা শূন্যে নামলেও লোকসভার থেকে বেড়েছে ভোট! সংযুক্ত মোর্চার আগামীর স্বপ্নে অক্সিজেন?

আসনসংখ্যা শূন্যে নামলেও লোকসভার থেকে বেড়েছে ভোট! সংযুক্ত মোর্চার আগামীর স্বপ্নে অক্সিজেন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলকে বড়সড় ধাক্কা দিতে জোট করেছিল বাম-কংগ্রেস ও আব্বাস সিদ্দিকীর দল। কিন্তু ভোটের ফলাফলে দেখা যাচ্ছে যে, ধাক্কা দেওয়া তো দূরের কথা, তৃণমূল ও বিজেপি এই দুই দলের জোর ধাক্কাতে একেবারে সলিল সমাধি ঘটেছে ত্রিদলীয় জোটের। ৩৪ বছর ধরে বাংলায় রাজত্ব করা বামফ্রন্ট একটি আসনও হাতে না পেয়ে কোনো প্রতিনিধি পাঠাতে পারে নি বিধানসভাতে। একই রকম পরিস্থিতি রয়েছে কংগ্রেসের। জেলায় জেলায় পরাজয় নেমে এসেছে এই দুদলের প্রার্থীদের। যাদের মধ্যে অন্যতম হলো হাওড়া জেলা। তবে, হাওড়া জেলা সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে যে, লোকসভা নির্বাচনের তুলনায় বিধানসভা নির্বাচনে ভোট কিছুটা হলেও বেড়েছে। নির্বাচন-পরবর্তী বিশ্লেষণেও এই চিত্র উঠে এসেছে।

নির্বাচন পরবর্তী বিশ্লেষণে দেখা যাচ্ছে, হাওড়া লোকসভা কেন্দ্রে লোকসভার তুলনায় বিধানসভা ভোটে ভোট কিছুটা বেড়েছে বামেদের। যা সামান্য হলেও উজ্জীবিত করেছে বাম শিবিরকে। এ প্রসঙ্গে সিপিএমের হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদার জানিয়েছেন যে, সমস্ত কিছু তাঁরা এখনও বিশ্লেষণ করে দেখতে পারেন নি। তবে হাওড়া জেলায় সিপিএমের ভোট ০.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বুথ ভিত্তির ফলাফল সামনে এলে যা আরো স্পষ্ট হবে। এই ফলাফল তাঁদের আশা পূরণ না করলেও, একেবারে হতাশও করেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, হাওড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত রয়েছে সাতটি বিধানসভা কেন্দ্র। যার মধ্যে রয়েছে উত্তর হাওড়া, মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া, সাঁকরাইল, পাঁচলা, শিবপুর, বালি বিধানসভা কেন্দ্র। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভাতে সিপিএম প্রার্থী সুমিত্র অধিকারী ১,০৫,৪২১ ভোট পেয়েছিলেন, কংগ্রেসের প্রার্থী শুভ্রা ঘোষ ৩২,০৮৮ ভোট পেয়েছিলেন। বাম কংগ্রেসের মোট ভোট একসঙ্গে করলে দাঁড়ায় ১,৩৭,৫০৯ টি।

লোকসভা নির্বাচনের সময় এই দুই দলের জোট ছিল না। কিন্তু এবার তিন দল জোট করেছে। হাওড়ার সমস্ত বিধানসভা কেন্দ্রের জোট প্রার্থীদের মোট ভোট যোগ করলে দাঁড়াচ্ছে ১,৬৪,৫২৪। অর্থাৎ, এক কথায় বলা যায় লোকসভা ভোটের তুলনায় বিধানসভা ভোটে জোট প্রার্থীদের ভোট বৃদ্ধি পেয়েছে ২৭ হাজার ১৫ টি। দেখা যাচ্ছে, পাঁচলা কেন্দ্রে জোট প্রার্থীদের ভোট বেড়েছে লোকসভার তুলনায় ২০ হাজারেরও বেশি, সাঁকরাইল কেন্দ্রে উল্লেখযোগ্য ভোট পেয়েছেন সিপিএম প্রার্থী।

বালিতে লোকসভার তুলনায় ৬ হাজার ভোট বেড়েছে। তবে মধ্য, উত্তর হাওড়াতে লোকসভার তুলনায় ভোট সংখ্যা হ্রাস পেয়েছে। শিবপুর ও দক্ষিণ হাওড়ায় লোকসভা ও বিধানসভা ভোটে তেমন কোন পার্থক্য নেই । তবে, সব মিলিয়ে দেখা যাচ্ছে, ২৭ হাজার ভোট বৃদ্ধি পেয়েছে লোকসভার তুলনায় বিধানসভায় এই জেলায়। জেলার এই ভোট বৃদ্ধি দলকে যথেষ্ট আশাবাদী করেছে। দলকে দিয়েছে বাড়তি অক্সিজেন। আগামী দিনে সংযুক্ত মোর্চা নিজেদের ভোট সংখ্যা আরও বাড়াতে পারবে বলে আশাবাদী মোর্চা শিবির।

বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, যতটা তাঁরা আশা করেছিলেন সেই অনুযায়ী তাদের ভোট বাড়েনি। তবে হাওড়া জেলাতে যে ভোট বৃদ্ধি ঘটেছে, তা ইতিবাচক। তবে, রাজ্যের শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপি জোট শিবিরের এই দাবিকে মেনে নেয়নি। তাদের কথায়, পরাস্ত হতে হতে একেবারে শুন্যে চলে গেছে বামফ্রন্ট। রাজ্য রাজনীতি থেকে একেবারে মুছে গেছে এই দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!