এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বাতিল? কি বললেন নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু?

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বাতিল? কি বললেন নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বছরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে ব্যাপক টানাপোড়েন চলে। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া মাত্রই শুরু হয় করোনার সংক্রমণ গত বছরে। কিন্তু তার মধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষাও শেষ করা হয়। কিন্তু এবছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দুটো পরীক্ষা নিয়েই শুরু হয়েছে চাপান উতোর। তীব্র উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে ছাত্র-ছাত্রীরা। আদৌ পরীক্ষা হবে কি হবে না তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। ঠিক সেইসময় এবার নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শোনালেন আশার কথা। রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোন মতেই বাতিল হচ্ছেনা এই মুহূর্তে।

তবে নির্ধারিত সূচি মেনে যে পরীক্ষা নেওয়া সম্ভব হবেনা, সে কথা তিনি জানিয়েছেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করা হবে। প্রসঙ্গত, কিছুদিন আগেই মাধ্যমিক পরীক্ষা প্রথমে পিছিয়ে যায় এবং তারপর ইঙ্গিত দেওয়া হয়েছিল উচ্চমাধ্যমিকের পরীক্ষা পিছিয়ে যেতে পারে। অপেক্ষা করা হচ্ছিল সরকারি শিলমোহর কবে পড়বে তার ওপর। বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের দায়িত্ব গ্রহণ করেছেন ব্রাত্য বসু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এদিনই তিনি জানিয়ে দিলেন, রাজ্যে সংক্রমণের হার ধীরে ধীরে হলেও কমছে। এবং এই সংক্রমণের হার আগামী দিনে আরও কমবে বলে আশা করা যায়। করোনা সংক্রমণ কমলে পরীক্ষা অবশ্যই হবে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দুটি পরীক্ষাই হবে সংক্রমণ কমলে। আগামী পয়লা জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি যেভাবে আশঙ্কাজনক হয়ে উঠছে, তাতে এই মুহূর্তে ওই তারিখে মাধ্যমিক পরীক্ষা করা সম্ভব হচ্ছেনা বলে জানা গেছে। ব্যাপকহারে রাজ্যে সংক্রমণ বেড়ে চলার দরুণ ইতিমধ্যে রাজ্যে শুরু হয়ে গেছে লকডাউন।

তাই এই পরিস্থিতিতে পরীক্ষা হবে কি হবে না তা নিয়ে চরম সন্দিগ্ধ হয়ে উঠেছিল শিক্ষা মহল। একইসাথে ছাত্র-ছাত্রীদের উদ্বেগ ছিল চোখে পড়ার মতো। অবশেষে শিক্ষা মন্ত্রীর দায়িত্ব নিয়ে ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলন করে  জানিয়ে দিলেন, পরীক্ষা বাতিল হওয়ার কোন সম্ভাবনা নেই। বরং পরীক্ষা অবশ্যই হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। আপাতত ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য তৈরি হতে হবে বলেই মনে করা হচ্ছে। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এই দাবি কবে বাস্তব রূপ পায়, সে দিকেই নজর থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!