এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা ভ্যাক্সিন নিয়ে বড়সড় সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা! রাজ্যজুড়ে খুশির হাওয়া

করোনা ভ্যাক্সিন নিয়ে বড়সড় সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা! রাজ্যজুড়ে খুশির হাওয়া


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনার ভ্যাকসিন হাতে পাবার আশায় কেটে গেছে গোটা ২০২০। তবে, নতুন বছর আসতেই করোনার ভ্যাকসিন নিয়ে একাধিক সুখবর আসছে বিভিন্ন মহল থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ঘোষণা অনুযায়ী আগামী ১৬ ই জানুয়ারি থেকে দেশে করোনার টিকাকরন শুরু হতে চলেছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী ১৬ ই জানুয়ারি থেকে দেশে করোনার টিকাকরন শুরু হতে চলেছে। তার পূর্বে আগামীকাল অথবা পরশু রাজ্যে করোনার ভ্যাকসিন চলে আসার একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। জানা যাচ্ছে, আগামীকাল সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে এই বিষয়টি স্পষ্ট ভাবে জানানো হবে। প্রথমে রাজ্যে অগ্রাধিকার কারা পাবেন? সে বিষয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক। আবার, কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সকল রাজ্যে প্রথম ও দ্বিতীয় দফায় যথাক্রমে আসবে কোভিশিল্ড ও কোভ্যাকসিন। একসঙ্গে দুটি কোথাও পাঠানো হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতিতে সকলকে শুভেচ্ছাবার্তা জানিয়ে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন একাধিক জেলার পুলিশ ও স্বাস্থ্যকর্তাদের কাছে। যে চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন যে, তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছেন যে, রাজ্য সরকার সমস্ত মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে করোনার ভ্যাকসিন পৌঁছে দেবার ব্যবস্থা করছে। আগে করোনার ভ্যাকসিন পাবেন প্রথম সারির যোদ্ধারা।

এদিকে, সমগ্র দেশে সর্বপ্রথম করোনার ভ্যাকসিন পেতে চলেছেন ৩ কোটি স্বাস্থ্য কর্মী ও প্রথম সারিতে লড়াই করা করোনা যোদ্ধারা। দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন পাবেন দেশের ২৭ কোটি মানুষ, যাদের বয়স ৫০ বছরের বেশি। এরপর ৫০ বছরের কম বয়সী, যাদের মধ্যে কমরবিডিটি আছে, তাদেরকে দেয়া হবে করোনার ভ্যাকসিন।

রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে, পশ্চিমবঙ্গে করোনার ভ্যাকসিনের জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ ৭ লক্ষ মানুষের নাম নথিভুক্ত করা হয়েছে। যাদের মধ্যে এসএসকেএম হাসপাতাল থেকে নথিভুক্ত করা হয়েছে ১০ হাজার জনের নাম, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নথিভুক্ত করা হয়েছে ৭ হাজার কর্মীর নাম। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে রাজ্যে করোনার টিকাকরণ শুরু করার পরিকল্পনা নেওয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!