এখন পড়ছেন
হোম > রাজ্য > “অরাজনৈতিক লোককে দলে নিলে এমনই হয়!’’ দলীয় সংসদকে নিয়ে মন্তব্য পার্থর

“অরাজনৈতিক লোককে দলে নিলে এমনই হয়!’’ দলীয় সংসদকে নিয়ে মন্তব্য পার্থর

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবার এক সংসদকে “অরাজনৈতিক লোককে দলে নিলে এমনই হয়!’’বলে মন্তব্য করলেন।তৃণমূল সাংসদ অনুপম হাজরা কয়েকদিন আগেই ভারতী ঘোষকে নিয়ে তাঁর ফেসবুকে মন্তব্য করে জল্পনা বাড়িয়েছিলেন এবার মোহনদাস করমচাঁদ গান্ধীকে নিয়ে ফেসবুকে বির্তকিত মন্তব্য করে ফের একবার সংবাদ শিরোনামে। কলকাতার এক ওয়েব পোর্টালের খবর অনুযায়ী গান্ধীর মৃত্যুর মুহূর্তকে নিয়ে নিজের ফেসবুক পেজে বিতর্কিত পোস্ট করেন। সম্প্রতি ভাইরাল হওয়া দক্ষিণী নায়িকা প্রিয়া প্রকাশ ভারিয়ার বিশেষ ভঙ্গির ছবি ও গান্ধীর মৃত্যুর মুহূর্তকে নিয়ে একটি ভিডিও পোস্ট করে অনুপমবাবু সেখানে লেখেন, ‘….ফাইনালি রিজন ফর মিস্টার গাঁধী’জ ডেথ ফাউন্ড…!!!’ দ্বিতীয় লাইনে তিনি লেখেন, ‘…নেতাজিকে ভিক্টিমাইজ করার এবং দেশ ভাগের মাস্টারমাইন্ডকে সঠিক শিক্ষা!!!’সাথে সাথেই নানান কমেন্ট শুরু হয় পাশাপাশি এই নিয়ে বিতর্কও শুরু হয়। ওই পোর্টালের দাবি যে অনুপমবাবুকে জিজ্ঞাসা করা হয় যে গান্ধীকে গুলি করে হত্যা করা করা কি ঠিক ছিল ? এ নিয়ে অনুপমবাবু বলেন, ‘‘মেরেছিল তো একজন ভারতবাসীই। কোনও একজন ভারতীয়ই তো তাঁকে মেরেছিল। যদি গাঁধী এতটাই পপুলার হতেন, দেশের জনক বলে পরিচিত, তাহলে অ্যাটলিস্ট কোনও ভারতবাসীর কাছে গুলিটা খেতে হতো না। তার মানে কোথাও না কোথাও তাঁর প্রতি লোকের একটা বিতৃষ্ণা ছিল।’’ কিন্তু তৃণমূলের আন্ডারে এই নিয়ে যথেষ্ট টানাপোড়েন শুরু হয়েছে বলে দাবি ওই পোর্টালের। এই নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বার বার অনুপম এমন বিতর্ক তৈরি করছেন। সংসদীয় দল দেখুক বিষয়টি। এটা দলের কোনও বক্তব্য নয়। বিকৃত মন্তব্য। কীভাবে এমন কথা বলে জানি না। অরাজনৈতিক লোককে দলে নিলে এমনই হয়!’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!