নেতার বিরুদ্ধে অভিযোগে ২৪ ঘণ্টায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ‘রাফ অ্যান্ড টাফ’ অভিষেকের বিশেষ খবর রাজ্য February 17, 2018 গতকাল হলুদকানালি স্কুল মাঠে রাইপুর এবং রানিবাঁধ বিধানসভা এলাকার নেতা-কর্মীদের নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতি রাজ সম্মেলনের আয়োজন করে। সেই সম্মেলন মঞ্চ থেকেই তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের কড়া বার্তা দেওয়ার পাশাপাশি কার্যত পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে দেন। সভামঞ্চ থেকে ডায়মন্ড-হারবারের সাংসদ বলেন – ১. পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের আরও সংযত হতে হবে ২. তৃণমূলের ঝান্ডা নিয়ে দাদাগিরি করা চলবে না ৩. কোনও নেতার বিরুদ্ধে অভিযোগ পেলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেব ৪. এব্যাপারে আমি ‘রাফ অ্যান্ড টাফ’ ৫. ভালো লোকের জন্য দলের দরজা খোলা আছে ৬. তবে পঞ্চায়েত ভোটের টিকিটের লোভে কেউ তৃণমূলে আসার চেষ্টা করলে, তাকে দলে নেওয়া হবে না ৭. দাদাদের ধরেও টিকিট পাওয়া যাবে না ৮. মুখ দেখিয়ে আর সোশ্যাল মিডিয়ায় চারটে ছবি পোস্ট করে তৃণমূলের নেতা হওয়া যায় না ৯. আগামী দু-এক মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে ১০. তাই এখন থেকেই বুথে বুথে সংগঠনকে চাঙ্গা করতে হবে ১১. আমাদের আত্মতুষ্টির কোনও জায়গা নেই ১২. যেখানে দল শক্তিশালী, সেখানে বেশি ব্যবধানে তৃণমূল প্রার্থীদের জেতাতে হবে ১৩. দুর্বল বুথগুলিতে মাটি কামড়ে লড়াই করতে হবে ১৪. প্রয়োজনে আমাকে ওইসব বুথের জন্য ডাকবেন, আমি সেখানে যাব ১৫. সব বুথেই ঘাসফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের জিতিয়ে আনতে হবে, প্রতিটি অঞ্চলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে আপনার মতামত জানান -