এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পছন্দের প্রার্থী না পাওয়ায় তৃণমূলীদের ব্যাপক ক্ষোভ সামনে এল, মমতার বাছাই প্রার্থী পেলেন বহিরাগত তকমা

পছন্দের প্রার্থী না পাওয়ায় তৃণমূলীদের ব্যাপক ক্ষোভ সামনে এল, মমতার বাছাই প্রার্থী পেলেন বহিরাগত তকমা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে দলের প্রতি অসন্তোষ প্রকাশ। ইতিমধ্যেই বিক্ষুব্ধ নেতা-নেত্রীদের অনেকেই রাতারাতি গেরুয়া শিবিরের সঙ্গে যোগাযোগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু তারপরেও দলের একাংশের ক্ষোভ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে রাজ্য নেতৃত্বকে। সম্প্রতি করণদিঘির প্রার্থীপদ নিয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সংখ্যালঘু মোর্চা নিজেদের ব্যাপক ক্ষোভ সামনে আনল। প্রার্থী তালিকা ঘোষণার পরেও যেভাবে প্রায় প্রত্যেক দিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে সমস্যার কথা শোনা যাচ্ছে, তা যথেষ্ট অস্বস্তি বাড়িয়ে চলেছে রাজ্যের শাসক শিবিরের জন্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উত্তর দিনাজপুরের করণদিঘির তৃণমূল কর্মীদের একাংশের দাবি, করণদিঘি কেন্দ্রের প্রার্থী বদল করতে হবে, ঘোষিত প্রার্থীর বদলে বিদায়ী বিধায়ক মনদেব সিনহাকে প্রার্থী করতে হবে। প্রসঙ্গত, এবার করণদিঘি বিধানসভা কেন্দ্রে যুব তৃণমূল সভাপতি গৌতম পালকে প্রার্থী করা হয়েছে। আর তারপরেই যাবতীয় সমস্যার শুরু। অন্যদিকে করণদিঘি ব্লক তৃণমূল নেতৃত্বের ক্ষোভ সাময়িক বলে পাল্টা দাবি করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি কানাইয়া আগারওয়াল জানিয়েছেন, এই ক্ষোভ দলের ওপর কোনো প্রভাব ফেলবে না। অন্যদিকে করণদিঘির প্রার্থী করার পর গৌতম পাল এলাকাজুড়ে জোর প্রচার শুরু করেছেন।

কিন্তু গৌতম পালকে প্রার্থী করা নিয়ে করণদিঘির ব্লক নেতৃত্ত্বের একাংশ বিক্ষোভ জানাতে থাকেন। রবিবার সন্ধ্যায় ব্লকের দলীয় কার্যালয়ে বিধায়ক মনদেব সিনহার উপস্থিতিতে এক বৈঠক হয় এবং সেখানে জেলা তৃণমূলের সংখ্যালঘু সেল, ডালখোলা পুর এলাকার নেতৃত্ত্বসহ করণদিঘি ব্লক তৃণমূল নেতৃত্ত্ব উপস্থিত ছিলেন। এবং ওই বৈঠকেই করণদিঘির বর্তমান প্রার্থী গৌতম পালকে বহিরাগত বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে করণদিঘির বিধায়ক মনদেব সিনহা জানিয়েছেন, তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। কারণ কিছুদিন আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করে প্রার্থী করার কথা বলেছিলেন বলে দাবি জানিয়েছেন মনদেব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল কাদের প্রশ্ন তুলেছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সংখ্যালঘু সম্প্রদায়কে বিশেষ প্রাধান্য দিচ্ছেন, সেখানে করণদিঘির সংখ্যালঘু সম্প্রদায়কে কেন প্রাধান্য দেওয়া হচ্ছেনা? কেন সেখানে বিদায়ী বিধায়ক মনদেব সিনহাকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হলোনা? পাশাপাশি করণদিঘি ব্লক তৃণমূল সভাপতি ওহাব আলীও একই প্রশ্ন তুলেছেন। অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল জানিয়েছেন, ভোটের সময় কোন সমস্যা হবে না। যা হয়েছে তা সাময়িক।

দলে থাকলে প্রত্যেককেই দলীয় নিয়ম মেনে চলতে হবে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, সময় যত গড়াচ্ছে ততই তৃণমূলের অশান্তি কমার বদলে ক্রমশ বেড়ে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। পাশাপাশি এই অশান্তি একুশের বিধানসভা নির্বাচনে ছাপ ফেলবে বলে ইতিমধ্যেই আশংকা প্রকাশ করছেন পর্যবেক্ষকরা। আর তাই পরিস্থিতি সামলাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যবস্থা গ্রহণ করেন সে দিকেই নজর থাকবে সবার।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!