এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুল রায়ের ভবিষ্যত কি ? আদালতে শুনানির পরেই তুঙ্গে জল্পনা !

মুকুল রায়ের ভবিষ্যত কি ? আদালতে শুনানির পরেই তুঙ্গে জল্পনা !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যুক্ত হওয়ার পর থেকেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়। প্রকাশ্যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, এই বিষয়টি দেখা গেলেও পরবর্তীতে সেই মুকুল রায়ের নানা মন্তব্যে তৈরি হয় বিভ্রান্তি। বিভিন্ন জায়গায় মুকুল রায় বলেন, তিনি বিজেপিতে আছেন।

এমনকি বিজেপির পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হলেও, তার আইনজীবী বলেন যে, মুকুল রায় এখনও পর্যন্ত বিজেপিতে আছেন। কিন্তু সেই মুকুল রায়কে তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলের উত্তরীয় পর্যন্ত পড়তে দেখা গিয়েছে। তবে এই পরিস্থিতিতে আজ সেই মুকুল রায়কে নিয়ে মামলার শুনানি ছিল। যেখানে একাধিক বিষয় উঠে এসেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলার শুনানি শেষ হয়। যেখানে মুকুল রায়ের আইনজীবী দাবি করেন যে, মুকুলবাবু বিজেপিতে আছেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অন্য দাবি করা হয়েছে। তাদের আইনজীবীর বক্তব্য, বর্তমানে মুকুল রায় টুইটার অ্যাকাউন্টে তিনি যে তৃণমূলে আছেন, তার যথেষ্ট প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে। স্বভাবতই এই পরিস্থিতিতে খুব দ্রুত এই ব্যাপারে রায়দান হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!