এখন পড়ছেন
হোম > অন্যান্য > যৌনমিলনে সুখ নেই? শেষ হয়ে যাচ্ছে সম্পর্ক? চরম সিদ্ধান্ত নেওয়ার আগে এই টিপসগুলো দেখতে পারেন

যৌনমিলনে সুখ নেই? শেষ হয়ে যাচ্ছে সম্পর্ক? চরম সিদ্ধান্ত নেওয়ার আগে এই টিপসগুলো দেখতে পারেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- অনেক ক্ষেত্রেই এমন দেখা যায় আপাত দৃষ্টিতে আপনার পছন্দের মানুষটি একেবারে আপনার মনের মত হলেও, তার সঙ্গে তৈরি হচ্ছে বড় রকমের বিচ্ছেদ। প্রথমে সমস্যার কারণ সেভাবে বোঝা না গেলেও একটু খতিয়ে দেখলে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, সবকিছু ঠিক হওয়া সত্বেও শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কোথাও খেদ রয়ে যাচ্ছে। আর তাতেই তৈরি হচ্ছে সমস্যা।

বস্তুত, একটি সুস্থ যৌন জীবন যে সকল মানুষের কাম্য, সেকথা নিশ্চয়ই জানেন অনেকে। তাই এক্ষেত্রে চিকিৎসকদের মতে মানুষের ভালো থাকার ওপর যৌন জীবনের প্রভাব পড়ে বৈকি। তাই আপনি বিছানায় থুড়ি (যেকোনো পছন্দের জায়গাতেই) আপনার সঙ্গীর সঙ্গে সাবলীল স্বাচ্ছন্দ্য কিনা সেটা দেখে নেওয়া প্রয়োজন।

একত্রে ডাক্তারদের মতে, অনেক সমস্যাই দেখা যায় Post Sex Blues এর কারণে। যার ফলে মিলনের পরে অনেকেই অবসাদে ভোগার মত সমস্যাতে পড়তে পারে বলেই মনে করা হয়। তবে শারীরিক মিলনে নিরুৎসাহী সঙ্গীর ক্ষেত্রে এরকম সমস্যা থাকলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে মনে করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়া, আপনাকে মনে রাখতে হবে যে, আপনার সঙ্গী অন্তর্যামী নয়। যে আপনি মুখে না বললেও আপনার সব কথা বুঝতে পেরে যাবে। তাই সেক্ষেত্রে বিছানায় আপনি ঠিক কী চান বা কোন পজিশনে আপনি আনন্দ উপভোগ করেন বা ঠিক কোথায় আপনার সঙ্গী আপনাকে স্পর্শ করলে আপনি যৌন উত্তেজনা অনুভব করেন এবং অর্গাজমের চরম আনন্দ উপভোগ করতে পারেন, তা আপনার সঙ্গীকে আপনাকে নিজেকেই জানাতে হবে।

অন্যদিকে, অনেকসময় সঙ্গিনী রেগে গিয়ে অপর মানুষটিকে আঘাত দিয়ে ফেলে। সেক্ষেত্রে অনেকসময় পুরুষরা সেক্সুয়াল পারফরম্যান্স অ্যাংজাইটিতে ভোগেন বলে জানা যায়। ফলে ধীরে-ধীরে শারীরিক মিলনের প্রতি উৎসাহ তো হারিয়ে ফেলার সঙ্গে সঙ্গে কখনও-কখনও মিলনের কথা ভেবেই রীতিমতো ভয় পেয়ে যান।

তবে সেক্ষেত্রে ডাক্তারদের মতে, আপনাকে এই ব্যাপারে নিজেকেই উদ্যোগ নিতে হবে। সেরকম হলে দু’জন একসঙ্গে কোনও এরোটিকা নভেল পড়া যেতে পারে। সেইসঙ্গে প্রয়োজনে সেক্সুয়াল স্টিম্যুলেশন মিউজিক চালাতে পারেন বা সুগন্ধি মোমবাতি জ্বালাতে পারেন অথবা একসঙ্গে স্নান করতে যেতেও পরামর্শ দেওয়া হয়।

তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, কোনো অশান্তি না করে কথায়-কথায় আপনার সঙ্গীর সমস্যাটা কথা জানতে হবে আপনাকে। সেক্ষেত্রে আপনার সঙ্গী যেন কখনোই এটা মনে না করেন যে তাঁকে অভিযোগ করা হচ্ছে। বস্তুত, যে-কোনও সম্পর্কেই যে শারীরিক মিলনও গুরুত্বপূর্ণ এবং একজন মহিলার শারীরিক চাহিদা যে একজন পুরুষের থেকে বেশি, সে বিষয়ে খোলাখুলিভাবে কথা বলাই ভালো বলে মনে করা হয়। তবে সেক্ষেত্রে যদি আপনার কথা বলতে সমস্যা হয়, তবে কোনও কাউন্সেলর বা বিশেষজ্ঞেরও সাহায্য নেওয়া যেতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!