এখন পড়ছেন
হোম > জাতীয় > মহাত্মা গান্ধী-জহরলাল নেহেরুর ‘চক্রান্তে’ নেতাজি ‘জাতির জনক’ হন নি: তৃণমূল সাংসদ

মহাত্মা গান্ধী-জহরলাল নেহেরুর ‘চক্রান্তে’ নেতাজি ‘জাতির জনক’ হন নি: তৃণমূল সাংসদ


তৃণমূল কংগ্রেসের বোলপুরের সাংসদ অনুপম হাজরা মুখ খোলা মানেই বিতর্ক। আবার তিনি সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করে খবরের শিরোনামে। তিনি মহাত্মা গান্ধীকে জাতির জনক হিসাবে যেমন মানতে রাজি নন, তেমনই মনে করেন গান্ধী ও নেহেরুর ‘চক্রান্তের’ শিকার হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এমনকি টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবি না থাকলে তাঁর জনপ্রিয়তা হ্রাস পেট বলে মন্তব্য করেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন –

১. মিস্টার গান্ধীকে ফাদার অব নেশন হিসাবে মানতে আমার একটু অসুবিধা হয়
২. কারণ, আমি মনে করি মিস্টার গান্ধী এবং মিস্টার নেহরু দ্বারা ভিক্টিমাইস না হলে নেতাজি সেই শিরোপার আধিকারী হতে পারতেন
৩. টাকায় ছবি না থাকলে, ভারতবাসীর মিস্টার গান্ধীর প্রতি প্রেম হয়তো আরও একটু হ্রাস পেত

যদিও এই নিয়ে কোনো সরকারি প্রতিক্রিয়া এখনো পর্যন্ত তাঁর দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাওয়া যায় নি। প্রসঙ্গত, এর আগেও ফেসবুকে পোস্ট করা নিয়ে বির্তকে জাড়িয়েছিলেন বোলপুরের তরুণ সাংসদ অনুপম হাজরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!