বিজেপিতে যোগ দিয়ে মুখ খুললেন দিদির আর এক একনিষ্ঠ কর্মী রাজ্য December 9, 2017 সবং উপ-নির্বাচনকে কেন্দ্র করে আজ সবং-এ সভা করলো বিজেপি৷ উপস্থিত ছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা, দিলীপ ঘোষ সহ অনেকে। আর এখানেই আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পাঁশকুড়া মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান আনিসুর রহমান। তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারীর খাস তালুকে আরো ৭০০০ কর্মী-সমর্থক এবং একাধিক কাউন্সিলরও যোগ দিলেন বিজেপিতে। আর বিজেপিতে যোগ দিয়ে মুখ খুললেন আনিসুরবাবু। আরও পড়ুন :আজ সবংয়ের সভা থেকে ফের নাম না করে অভিষেককে চ্যালেঞ্জ ছুড়লেন ,মুকুল রায় আরও পড়ুন :শুভেন্দু গড়ে বড় ধাক্কা শাসকদলে, ৭০০০ নেতা-কর্মী সহ বিজেপি নিল প্রভাবশালী নেতাকে তিনি এদিন বললেন, ‘‘মুখে মা-মাটি-মানুষের কথা বললেও তৃণমূল এখন গুন্ডা, বদমায়েসদের দলে পরিণত হয়েছে৷ তাই বাংলাকে রক্ষা করতে, বাংলার মানুষকে রক্ষা করতে আমি বিজেপিতে যোগ দিলাম৷’’ সম্প্রতি দলত্যাগ করেন আনিসুর৷ পরে দল থেকে তাঁকে বহিস্কার করা হয়। তবে প্রসঙ্গত কানাঘুসো শোনা যাচ্ছে ‘অধিকারি’ পরিবারের সঙ্গে তিক্ততার জেরে তিনি দলত্যাগ করেন। আপনার মতামত জানান -