এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুকুল রায়ের ‘চালে’ কি এবার এক পুরসভার দখল নিতে চলেছে বিজেপি

মুকুল রায়ের ‘চালে’ কি এবার এক পুরসভার দখল নিতে চলেছে বিজেপি


তৃণমূল কংগ্রেসে থাকাকালীন মুকুল রায়কে দলের অন্দরে ডাকা হত ‘চাণক্য’ বলে। একের পর এক চাণক্যের চাল চেলে রাজনৈতিক পারদর্শিতা দেখিয়ে তিনি একের পর এক বিরোধীদের জেতা পুরসভা-জেলা পরিষদ এনে দিয়েছিলেন শাসকদল তৃণমূল কংগ্রেসকে। আর এখন ঘাসফুল ছেড়ে পদ্মশিবিরে যোগ দিয়েই তাঁর সেই পুরোনো ম্যাজিক আবার দেখতে শুরু করলেন একসময়ের শাসকদলের অঘোষিত দুনম্বর মুকুল রায়। তফাৎ শুধু একটাই পুরসভার বোর্ডে ঘাসের জায়গায় পদ্মফুল ওড়াবার মাস্টারপ্ল্যান বের করে ফেলেছেন তিনি।

আরও পড়ুন: শুভেন্দু গড়ে বড় ধাক্কা শাসকদলে, ৭০০০ নেতা-কর্মী সহ বিজেপি নিল প্রভাবশালী নেতাকে

১৮ আসন বিশিষ্ট পাঁশকুড়া পুরসভার দল থেকে বহিস্কৃত প্রাক্তন চেয়ারম্যান আনিসুর রহমান আজ বিজেপি তে যোগ দিয়েছেন। সূত্রের খবর তাঁর সঙ্গে আরো ৬ জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে আজ বিজেপিতে যোগ দেন। এর আগে ভোটের ফলে ১৮ জন সদস্যের মধ্যে ১৭ জন ছিলেন তৃণমূলের ও ১ জন বিজেপির। ফলে ১৭ জনের মাধ্যে মোট ৭ জন কাউন্সিলর দলত্যাগ করায় তাঁরা দলত্যাগী আইনের আওতায় পড়বেন না (সংখ্যাটা যেহেতু এক-তৃতীয়াংশের বেশি), এখন ১৮ সদস্যের পুরসভায় বোর্ড গর্তে গেলে ১০ জনের সমর্থন প্রয়োজন। আজকের দলত্যাগী কাউন্সিলরদের ধরে বিজেপির বর্তমান শক্তি ৮, শোনা যাচ্ছে শীঘ্রই আনিসুর রহমানের নেতৃত্ত্বে এই ৮ জন কাউন্সিলর পাঁশকুড়া পুরসভায় অনাস্থা আনতে চলেছেন। তবে সবথেকে বড় খবর, স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আনিসুররা পাঁশকুড়া পুরসভায় অনাস্থা আনলে আরো অন্তত ২-৩ জন কাউন্সিলর শাসকদলের বিরুদ্ধেই ভোট দেবেন, যাঁরা এই মুহূর্তে সামনে আসতে চাইছেন না। আর বাস্তবে যদি সত্যিই তাই হয়, তাহলে শাসকদলের পুরোনো ফর্মুলায় এবার তাদেরই বিপাকে ফেলে মুকুল রায় বিজেপিকে এনে দেবেন তাঁর নতুন উপহার। আর সত্যিই যদি এই জিনিস ঘটাতে পারেন মুকুল রায়, তাহলে আগামীদিনে তা রাজ্য-রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে বাধ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিয়ে মুখ খুললেন দিদির আর এক একনিষ্ঠ কর্মী

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!