এখন পড়ছেন
হোম > রাজ্য > DA নিয়ে অভিনব পদ্ধাতিতে বিক্ষোভ কর্মসূচি পালন

DA নিয়ে অভিনব পদ্ধাতিতে বিক্ষোভ কর্মসূচি পালন


ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ দীর্ঘদিনের। জানুয়ারী মাস থেকেই রাজ্য সরকার ১৫% ডিএ দিলেও এখনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় ৩৯% ডিএ কম পাচ্ছেন তাঁরা। আর এই অভিযোগকেও ছাপিয়ে সরকারি কর্মচারীদের ক্ষোভ আরো বেড়েছে ষষ্ঠ পে কমিশন নিয়ে রাজ্য সরকারের দীর্ঘসূত্রিতায়, ভেঙে গেছে তাঁদের ধৈর্যের বাঁধ। আর তাই এবার রাজ্য সরকারের বিরুদ্ধে
আজ ষষ্ঠ বেতন কমিশনের দাবিতে একটি আন্দোলন কর্মসূচী নেওয়া হয় সরকারি কর্মচারী পরিষদ এবং বিজেপি শিক্ষকদের যৌথ উদ্যোগে। সমাবেশে উপস্থিত ছিলেন জয় ব্যানার্জী,সায়ন্তন বসু,জয় প্রকাশ মজুমদার,সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশীষ শীল প্রমুখ।সভাতে বক্তব্য রাখেন তারা। দীর্ঘদিন ধরে যে ক্ষোভ জামে ছিল আজ তা উগরে দিলেন তাঁরা। অভিনবভাবে বিক্ষোভ দেখানো হলো।এদিন কর্মচারীরা কুকুরের মুখোশ পরেDA দেবার দাবি তোলেন। সাথে “ঘেউ ঘেউ” যোগ করেন। এই নিয়ে সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশীষ শীল-কে প্রশ্ন করা হলে তিনি বলেন যে,” কুকুররা তো ঘেউ ঘেউ করে। আর আমরা তো মুখ্যমন্ত্রীর কথায় কুকুর। তাই তিনি বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না।তাই এই ভাবে প্রতিবাদ। 6 ম বেতন কমিশনের চেয়ারম্যান ২6 শে ফেব্রুয়ারী ২018 তারিখে প্রতিনিধিদলের জন্য একটি তারিখের মঞ্জুরি দেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!