এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শাসকদলের ‘অস্ত্রেই’ কি পরিবর্তন ঘটানোর পরিকল্পনায় মুকুল রায়?

শাসকদলের ‘অস্ত্রেই’ কি পরিবর্তন ঘটানোর পরিকল্পনায় মুকুল রায়?


সময়টা যেন টাইম মেশিনে করে হঠাৎ ১০ বছর পিছিয়ে গেছে। রাজ্যে ৩৪ বছরের বাম-জামানার আবাসন ঘটাতে যা যা করেছিলেন তৎকালীন তৃণমূলের অঘোষিত দুনম্বর, আজও যেন সেই এক পথেই চলেছেন। শুধু বদলে গেছে দল, তৃণমূল ছেড়ে এখন তিনি বিজেপি শিবিরে। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন শুরু হয়েছিল রিজওয়ানুর রহমান দিয়ে, আর তারপর যেখানেই রাজ্যে তৎকালীন বিরোধী দলের উপর আঘাত নেমে এসেছিল পৌঁছে গিয়েছিলেন মুকুল রায়। সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড়, বেলপাহাড়ি – যেখানেই শাসকের হাতে মারা গিয়েছেন বিরোধী দলের কেউ বলে অভিযোগ উঠেছে, তিনি গিয়ে সেই মরদেহ নিয়ে এসেছেন কলকাতায় আর তারপর তা নিয়ে ফিরে গেছেন সেই ঘটনার জায়গাতে। আর তারপরে পদযাত্রা ও জনসভায় ব্যতিব্যস্ত করে তুলেছিলেন তৎকালীন শাসকের ভাবমূর্তি, পরে যা পরিণত হয়েছিল পরিবর্তনের ঝড়ে।
বর্তমানেও, তিনি বিজেপির হয়ে সেই একই কাজ করে যাচ্ছেন, যাতেকরে চূড়ান্ত বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা বর্তমান শাসকদলের বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সম্প্রতি অভিযোগ শাসক-বিরোধী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বিজেপি কর্মী বিপিন দাস। তাঁর মরদেহ আনা হয় বিজেপির রাজ্য সদর দপ্তরে, চলে সংলগ্ন চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে পথ অবরোধ। আর তারপর সেই মরদেহ নিয়ে মুকুল রায় যান দাঁতনে, সেখানে পেট্রল পাম্প থেকে সরাইবাজার কয়েক কিলোমিটার পথ শবদেহ নিয়ে মিছিলে হাঁটেন তিনি। আর এতেই বিপুল সাড়া মিলেছে জনসাধারণের কাছ থেকে, যে দাঁতনে একসময় বিজেপির ঝান্ডা ধরার লোক পাওয়া যেত না, সেখানেই প্রায় হাজার ছয়েক লোকের জামায়েত নিয়ে পথসভা করেন মুকুল রায়। তিনি বলেন, আমার ৪০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, এই জনস্রোত থেকে স্পষ্ট আগামী পঞ্চায়েত নির্বাচনে দাঁতনের ত্রিস্তর পঞ্চায়েতে একটি আসনেও তৃণমূল জয়ী হতে পারবে না। সব ক’টি আসনে বিজেপি জয়ী হবে। প্রসঙ্গত আগেই মুকুল বাবু বলেছিলেন, রাজনীতিতে ‘দ্বিতীয়’র কোনও স্থান নেই। তৃণমূলের জমানায় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে, এমন পরিস্থিতিতে তৃণমূল করা যাচ্ছিল না। তাই আরও একবার বাংলার মাটিতে ‘পরিবর্তনের পরিবর্তন’ কায়েম করে বিজেপিকে বাংলায় প্রতিষ্ঠা করবই। আর সেই ‘পরিবর্তনের পরিবর্তন’ করতে তিনি দশ বছর আগের পুরোনো ‘ছকেই’ ফিরে যাচ্ছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। এখন দেখার তাঁর সেই পুরোনো ছক গেরুয়া পালে কতখানি হাওয়া তুলতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!