“জন গন মন অধি-নায়িকা মমতা ব্যানার্জী জিন্দাবাদ ” – অভিষেক ব্যানার্জী রাজ্য June 4, 2019 কি বললেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেনে নিন – ১, লোকসভা ভোটে তৃণমূলের ভোট বেড়েছে। ২, সিপিআইএম এর ভোট নিয়ে বাংলায় জিতেছে বিজেপি। ৩, ইডি, সিবিআই, এই সব করে কিছু হবে না। ৪, আমার জন্ম কালীঘাটে ,বেঁচে থাকা কালীঘাটে, ক্ষমতা থাকলে জেল এঢুকিয়ে দেখা, ৪. ভারতবর্ষের মানুষ বুঝে গেছে মমতা বানার্জিই একমাত্রই পথ দেখতে পারে দেশকে। ৫. মোদী হটাও, বিজেপি হটাও দেশ বাঁচাও। ৬. সিপিআইএম হতো বাংলা বাঁচাও। ৭. মানুষের পেতে হাত পড়লে আমরা ছাড়বোনা ৮. আমাদের সাংসদরা এই নিয়ে লড়বেন। ৯. লড়াই করে বাঁচতে চাই,.মা মাটি মানুষ জিন্দাবাদ। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আপনার মতামত জানান -