এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নাম না করে অনুব্রত গড়ে গিয়ে ‘কেষ্টা’কে হুঁশিয়ারি দিলীপের, জেনে নিন

নাম না করে অনুব্রত গড়ে গিয়ে ‘কেষ্টা’কে হুঁশিয়ারি দিলীপের, জেনে নিন

রাজ্য রাজনীতিতে হুমকির রেওয়াজ যেন কমছে না কিছুতেই। বারবার সমালোচনার শিকার হওয়া সত্ত্বেও বিতর্কিত মন্তব্য থেকে সরে আসছেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শাসকদল তৃনমূলের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধীতা করতে গিয়ে অনেকবারই শালীনতার সীমা অতিক্রম করতে দেখা গেছে তাঁকে। আর এবার ফের তৃণমূল কর্মীদের ঠ্যাং ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন গান্ধী সংকল্প যাত্রার অঙ্গ হিসেবে বীরভূমের একাধিক জায়গায় বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি। আর সেখানেই তিনি বলেন, “বিজেপি হিংসা করে না। তাই বলে এই নয় যে হিংসা সহ্য করবে। আমাদের একজনকে মারলে দুজনকে মারব। একটা ঠ্যাং ভাঙলে দুটো ঠ্যাং ভাঙ্গব। ঘর থেকে বের হতে দেব না। তৃণমূল দুর্বৃত্ত এবং সমাজবিরোধীদের দল হয়ে গিয়েছে। এদের অত্যাচারে মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে। রোজ মানুষ খুন হচ্ছে। পুলিশকে কাজ করতে দেওয়া হয় না। তাহলে শান্তি আসবে কোথা থেকে!”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল প্রায় বিভিন্ন ইস্যুতে বিরোধীদলকে হুমকি দেন। যার পরিপ্রেক্ষিতে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, সেই অনুব্রত মণ্ডলের নেতৃত্বে তৃণমূল বীরভূমে সন্ত্রাস চালাচ্ছে। আর এবার সেই বীরভূমে গিয়েই গান্ধী সংকল্প যাত্রার মধ্য দিয়ে তৃণমূলের বিরুদ্ধে মন্তব্য করে পরোক্ষে সেই অনুব্রত মণ্ডল এবং তার বাহিনীর বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি বলে মত বিশ্লেষকদের।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্প নিজেদের নামে চালানো নিয়েও রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে দীলিপবাবুকে।তিনি বলেন, “কেন্দ্রের পাঠানো সব টাকা লুট হয়ে যাচ্ছে। সমস্ত টাকা তৃণমূলের পকেটে যাচ্ছে। এই অপশাসনের পরিবর্তন করতে হবে। আমরা 19 এ হাফ করেছি, একুশে সাফ করে দেব। 24 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল দোকান খোলার লোক পাবে না। বীরভূমের ছেলের সামনে দাঁড়িয়ে গুলিতে মায়ের মৃত্যু হয়েছে। এই সরকার যতদিন থাকবে, ততদিন শান্তি আসবে না। তাই এবার সরকার পরিবর্তন করতে হবে।”

অন্যদিকে বিজেপি কর্মীদের সাহস দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “তৃণমূলের যে সমস্ত নেতারা ধমকাচ্ছেন, তাদের ছবি আমার হোয়াটসঅ্যাপে পাঠান। তার বাড়িতে গিয়ে কলার টেনে ধরব। মেদিনীপুরে গেলে বাড়ি ফিরতে দেব না।” পাশাপাশি বর্তমানে যে পুলিশের সাহায্যে তৃণমূল এত সন্ত্রাস চালাচ্ছে, একদিন সেই পুলিশই তৃণমূলের নেতাদের কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবে বলেও এদিনের সভা থেকে হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ।

সব মিলিয়ে গান্ধী সংকল্প যাত্রায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করে রাজ্য রাজনীতিতে বিতর্ক বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!