করোনা চিকিৎসায় রাজ্য সরকার অধিকৃত বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের গুচ্ছগুচ্ছ অভিযোগ অন্যান্য রাজ্য শরীর-স্বাস্থ্য October 31, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বাড়ছে করোনার সংক্রমণ। যার ফলে যথেষ্ঠ উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দপ্তর। একারণে জেলায় জেলায় স্বাস্থ্যপরিসেবা বৃদ্ধি করে, নতুন করে করোনা চিকিৎসা কেন্দ্র চালু করে কিংবা করোনা হাসপাতালের বেড সংখ্যা বৃদ্ধি করে অবস্থার মোকাবিলার প্রচেষ্টায় আছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই পরিস্থিতিতে করোনা চিকিৎসায় গাফিলতি সহ বেশকিছু গুরুতর অভিযোগ উঠে এলো কলকাতা ও হাওড়ার চারটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। তাই এই হাসপাতালগুলির বিরুদ্ধে তদন্ত শুরু করা হলো রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। প্রসঙ্গত, হাওড়ার একটি বেসরকারি হাসপাতাল, যা সরকার অধিগ্রহণ করেছে করোনার চিকিৎসার কারণে, সেই হাসপাতালের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ স্বাস্থ্য ভবনের কাছে জমা পড়েছে। হঠাৎ করেই সেখানে একদিনে ১০ জন করোনা রোগীর মৃত্যু ঘটেছে। অভিযোগ উঠেছে, হাসপাতালের বেড পিছু জীবনদায়ী চিকিৎসা যন্ত্রের উপযুক্ত ব্যবস্থা না করে লোকদেখানো আইসিইউ খোলা হয়েছে ও বেড সংখ্যা বাড়ানো হয়েছে। কলকাতার ও হাওড়ার বাকি তিনটি হাসপাতালের ক্ষেত্রে করোনা চিকিৎসার গাইডলাইন অমান্য করা ও সরকারকে পাঠানো খরচের বিলে অস্বচ্ছতা সহ একাধিক অভিযোগ উঠেছে। এ কারণেই এদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। গতকাল বৃহস্পতিবার এই তদন্ত প্রসঙ্গে রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানালেন যে, হাওড়া ও কলকাতা চারটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে তদন্ত চালানো হবে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। এজন্য একটি সংস্থাকে এই অভিযোগগুলো খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে। এই হাসপাতালগুলি ছাড়াও, আরো কিছু হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্যভবনে। পরবর্তীতে এগুলিও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিকে রাজ্যের করোনা সংক্রমণ বৃদ্ধিতে যথেষ্ট উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দপ্তর। করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির ফলে হাসপাতালের বেড সংখ্যা বাড়ানোর কাজ চলছে চারটি জেলাতে। যে জেলাগুলিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলি হল উত্তর ২৪ পরগনা, বীরভূম, পুরুলিয়া, কোচবিহার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁয় বিভূতিভূষণ হাসপাতালে ৩৫ টি বেডের করোনা চিকিৎসা কেন্দ্র চালু করা হচ্ছে। পুরুলিয়া জেলাতে হাতুয়ারা সুপারস্পেশালিটি হাসপাতালে ৯৩ টি শয্যা বিশিষ্ট করোনা চিকিৎসা কেন্দ্র, বীরভূমের নিরাময় টিটি স্যানিটোরিয়ামে ১৫০ বেডের করোনা চিকিৎসা কেন্দ্র চালু করা হবে, আবার কোচবিহার জেলাতে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামের ইউথ হস্টেলে ৮০ শয্যার একটি করোনা চিকিৎসা ইউনিট চালু করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। নতুন করে করোনা চিকিৎসা কেন্দ্র ও হাসপাতালের বেড সংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে করোনা চিকিৎসায় যাতে কোন খামতি না ঘটে সে কারণেই চিকিৎসাতে নজরদারি বাড়াতে বেশ কিছু স্বাস্থ্যকর্তাকে বিভিন্ন জেলায় লিয়াজ অফিসার হিসেবে নিযুক্ত করেছে রাজ্য সরকার। সম্প্রতি হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ,পুরুলিয়া, ডায়মন্ডহারবার, বসিরহাট, বিষ্ণুপুর স্বাস্থ্য জেলায় লিয়াজ আধিকারিকদের নিয়োগ করেছে রাজ্য সরকার। যাঁরা করোনার চিকিৎসা বিষয়ে বিশেষ নজরদারির দায়িত্বে রয়েছেন। আপনার মতামত জানান -