ইডি দপ্তরে রত্না চট্টোপাধ্যায়, উত্তেজনা রাজনৈতিক মহলে জাতীয় বিশেষ খবর রাজ্য November 28, 2017 এর আগে ইডির তরফ থেকে তিনবার নোটিস পাঠানো হলেও শারীরিক অসুস্থতার কারণে বিদেশে থাকায় মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় হাজিরা দিতে পারেননি। সূত্রের খবর, আজ কলকাতায় ইডি দপ্তরে তিনি হাজিরা দিলেন। যেহেতু শারীরিক অসুস্থতার কারণে আগে আসেননি, তাই আধিকারিকরা তাঁর চিকিত্সার যাবতীয় কাগজপত্র খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর। এরপরে সম্পত্তি সংক্রান্ত নানা বিষয়ে মেয়র পত্নীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। প্রসঙ্গত এর আগে, রাজনৈতিক গুঞ্জন ছিল ইডি বা সিবিআইয়ের জেরায় সব ‘সত্যি কথা’ বলতে চান মেয়র-পত্নী। আর তারপরেই সামনে আসে মেয়রের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলা। অন্যদিকে জেরার সময় মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তাঁর টাকা-পয়সা সংক্রান্ত সমস্ত হিসাব তাঁর স্ত্রী রত্নাদেবীই রাখেন। ফলে আজ রত্নাদেবীর জিজ্ঞাসাবাদ পর্ব ঘিরে তুমুল কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলে। আপনার মতামত জানান -