এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আজ ভার্চুয়ালি উত্তরবঙ্গের পূজা পরিক্রমায় প্রধানমন্ত্রী মোদী, জনসাধারণের আবেগ- উত্তেজনা চরমে

আজ ভার্চুয়ালি উত্তরবঙ্গের পূজা পরিক্রমায় প্রধানমন্ত্রী মোদী, জনসাধারণের আবেগ- উত্তেজনা চরমে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাঙালির আবেগের প্রাণকেন্দ্র দূর্গাপূজো। আর সেই দুর্গাপুজোকে নিয়েও ক্রমাগত বঙ্গ রাজনীতিতে পারদ চড়তে শুরু করেছে। প্রায় প্রথমা থেকেই পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে উত্তরবঙ্গের পুজো উদ্বোধন শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সশরীরে উপস্থিত হচ্ছেন না তিনি। বরঞ্চ ভার্চুয়ালের মাধ্যমেই উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র তথা প্রবেশদ্বার শিলিগুড়িতে দুর্গোৎসবের উদ্বোধন করতে দেখা যাবে ভারতবর্ষের রাষ্ট্রনায়ককে।

ইতিমধ্যেই ষষ্ঠীর বোধনের জন্য বঙ্গবাসীকে ভার্চুয়ালের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদি। জানা গেছে, শিলিগুড়ি শহরের অন্যতম পুজো কমিটি হিসেবে পরিচিত সেন্ট্রাল কলোনি। যার উপদেষ্টা রাজ্যের পর্যটন মন্ত্রী তথা তৃণমূল নেতা গৌতম দেব। কিন্তু সেই পুজো মণ্ডপে প্রধানমন্ত্রীকে দর্শন করানোর উদ্যোগ নিল ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ তৃণমূলের মন্ত্রী প্রধান উপদেষ্টা হলেও, সেখানে প্রধানমন্ত্রীকে পুজো দর্শন করিয়ে ভারতীয় জনতা পার্টি তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে উদ্যত হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, ইতিমধ্যেই এই মন্ডপের পাশে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। যেখানে জায়ান্ট স্ক্রিন এবং সাউন্ড বক্স লাগানো হয়েছে। আনা হয়েছে প্রায় 100 টি চেয়ার। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ভার্চুয়ালের মাধ্যমে এই পুজো পরিদর্শন করবেন। যার জন্য ব্যাপক তৎপরতা তৈরি হয়েছে স্থানীয় বিজেপির অন্দরমহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, এই প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার পুজো উদ্বোধন এবং তা পরিদর্শন করছেন। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল কংগ্রেস বিজেপিকে বাংলা বিদ্বেষী দল হিসেবে দাবি করতে শুরু করেছে। কিন্তু সেই দাবিকে কার্যত নস্যাৎ করে প্রধানমন্ত্রীকে বাংলার পূজার সঙ্গে যুক্ত করে বিজেপি তৃণমূলকে মাস্টার স্ট্রোক দিতে চাইছে বলেই মত বিশ্লেষকদের।

এদিন এই প্রসঙ্গে এক বিজেপি নেতা বলেন, “জায়েন্ট স্ক্রিন নয়, বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে আমজনতা এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে এই অনুষ্ঠান পোস্ট করা হবে।” অন্যদিকে এই ব্যাপারে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রবীণ আগরওয়াল বলেন, “এটা পুরোপুরি অরাজনৈতিক অনুষ্ঠান। যেখানে দলের কোনো ব্যানার থাকবে না। রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে‌। করোনা পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সকলকে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শুভেচ্ছা জানাবেন।”

অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন পুজো উদ্বোধনে জোর দিয়ে বাঙালির আবেগকে নিজেদের দিকে টানতে চাইছে, তখন বিধানসভা নির্বাচনের আগে পদ্মফুলকে আরও বেশি করে বাংলার মাটিতে প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রীকে এনে সেই পুজো উদ্বোধনে যুক্ত করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। সব মিলিয়ে ভার্চুয়ালি পরিদর্শন করে প্রধানমন্ত্রী বাংলার মানুষকে উৎসবের আবহে কি বার্তা দেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!