এখন পড়ছেন
হোম > জাতীয় > একের পর এক উপনির্বাচনে হেরে কেন্দ্রে সংখ্যালঘু বিজেপি

একের পর এক উপনির্বাচনে হেরে কেন্দ্রে সংখ্যালঘু বিজেপি


লোকসভা উপনির্বাচনে বিজেপির হার প্রমান করছে দেশের মানুষ গেরুয়া শিবিরের ওপর থেকে ধীরে ধীরে আস্থা হারাচ্ছে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, ২০১৭-১৮ উপনির্বাচনে মোট ১০ টি আসনে হেরেছে বিজেপি। এর মধ্যে রয়েছে অমৃতসর, শ্রীনগর, মালাপ্পুরম, গুরদাসপুর, আজমেড়, আলওয়াড়, উলুবেড়িয়া, গোরক্ষপুর, ফুলপুর এবং আরারিয়া। জানা গেছে মহারাষ্ট্রের এক বিজেপি সাংসদ সম্প্রতি দলত্যাগ করেছেন। উত্তর প্রদেশ লোকসভা নির্বাচন জিতে খুশি কংগ্রেস তথা রাহুল গান্ধী। সূত্রের খবর লোকসভা উপনির্বাচনে হেরে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি এমনটাই দাবি কংগ্রেসের। এদিকে লোকসভায় মোট আসনের সংখ্যা ৫৪৫ টি। বর্তমানে লোকসভায় সদস্য সংখ্যা ৫৩৬ টি, ফাঁকা আছে মোট ৭ টি। এই ৭ টির মধ্যে রাষ্ট্রপতি অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে ২ জন প্রার্থীকে বাছবেন। লোকসভা সেক্রেটারিয়েট দ্বারা জানা গেছে, সংখ্যা গরিষ্ঠতার জন্য ২৭২ টি আসন দরকার সেখানে বিজেপি আসন ২৭৪ টি। আগামী লোকসভা নির্বাচনই প্রকাশ করবে বিজেপির পাল্লা ভারী নাকি হালকা। তবে আত্মবিশ্বাসের সাথে কংগ্রেস বিজেপির হারের আশা রাখছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!