এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপিকে ‘তাড়াতে’ লাঠি-গুলি চালাও, শীর্ষনেতার আজব নিদান ঘিরে হইচই

বিজেপিকে ‘তাড়াতে’ লাঠি-গুলি চালাও, শীর্ষনেতার আজব নিদান ঘিরে হইচই


মঙ্গলবার ছত্তিশগড় জেলার একটি অনুষ্ঠান আয়োজিত হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন AICC জেনারেল সেক্রেটারি ও কংগ্রেসের ছত্তিশগড় অ্যাফেয়ার-ইন-চার্জ পি এল পুনিয়া, সিন্থিয়ার বিধায়ক পালি তানাকর, ও আরো অনেকে। এই অনুষ্ঠানে নিজের ভাষণে সিন্থিয়ার বিধায়ক পালি তানাকর ঐ রাজ্যের শাসক দল বিজেপির প্রতি অত্যন্ত বিরক্ত ও ক্ষুদ্ধ হয়ে বললেন,

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

“লাঠি, গুলি চালানোর দরকার হলে চালাতে হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ছত্তিশগড় থেকে তাড়াতে হবে।” বিধায়কের এহেন বক্তব্যের পর কার্যতই বেকায়েদায় পরেও ঘটনার ফলে সম্ভাব্য রাজনৈতিক অশান্তির গতি নিরোধ করে  পি এল পুনিয়া বললেন, “বিধায়ক “কথাপ্রসঙ্গে” এমন বলেছেন। তাঁর বলার উদ্দেশ্য ছিল, কংগ্রেসের কর্মীদের সমস্ত শক্তি লাগিয়ে দিতে হবে। বিজেপিকে সিংহাসন ছাডা় করতে চেষ্টার কোনও কসুর করলে চলবে না। লাঠি ও গুলি চালানোর প্রসঙ্গে তিনি কথাপ্রসঙ্গেই বলেছেন।” এদিকে বিজেপি নেতা ও রাজ্যের বন দপ্তরের মন্ত্রী মহেশ গাগদা এদিন সিন্থিয়ার বিধায়ক পালি তানাকরের বক্তব্য তীব্র সমালোচনা করে সংবাদমাধ্যমকে বললেন, ” ঠিক নকশালদের মতো কথা বলেছেন তানাকার। তাঁর এই বক্তব্য কংগ্রেসের অপরাধী মানসিকতাকেই প্রকাশ করে। এই মন্তব্য থেকেই বোঝা যায় ক্ষমতার জন্য কত দূর পর্যন্ত যেতে পারে কংগ্রেস। এই নিয়ে তিনবার ছত্তিশগড়ে ক্ষমতায় এসেছে বিজেপি। সেই কারণে হতাশ হয়ে গিয়ে কংগ্রেস এমন কথা বলেছে।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!