এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচন এসেছে বলেই কি দরাজহস্ত? মা কিচেন সহ একাধিক প্রকল্প উদ্বোধনে প্রশ্ন!

নির্বাচন এসেছে বলেই কি দরাজহস্ত? মা কিচেন সহ একাধিক প্রকল্প উদ্বোধনে প্রশ্ন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই নির্বাচনের দামামা বেজে যাবে। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে যথেষ্ট চ্যালেঞ্জের তা বলার অপেক্ষা রাখে না। তবে নির্বাচন ঘোষণা হওয়ার আগে রীতিমত তড়িঘড়ি একের পর এক জনমুখী প্রকল্পের উদ্বোধন করতে দেখা যাচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের সকল স্তরের সাধারণ মানুষদের জন্য 5 টাকায় ডিম, ভাত, সবজি, ডাল মেনুতে “মা” প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

পাশাপাশি কলকাতা থেকে শুরু করে বর্ধমান, বিভিন্ন জায়গায় এই প্রকল্পের উদ্বোধন করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ করে এই উদ্যোগ কেন? কেন 10 বছর সরকার পরিচালনার সময় একথা মনে ছিলনা রাজ্যের শাসকদলের! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। বিরোধীদের কটাক্ষ, আসলে সামনে নির্বাচন রয়েছে। তাই তার আগে মানুষের মন পেতে এই “মা” কিচেন চালু করে জনতার সমর্থন আদায় করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।

বলা বাহুল্য, একটা সময় তামিলনাড়ুর প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা স্বল্পমূল্যে আহার ব্যবস্থা চালু করেছিলেন। যে প্রকল্প বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। আর এবার সেই পথেই হেটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার আবার তৃতীয়বার রাজ্যের ক্ষমতা দখল করতে এই “মা” কিচেন চালু করে মানুষের অন্নের ব্যবস্থা সুনিশ্চিত করে জনতার মনে জায়গা করে নিতে চাইছে। তবে নির্বাচনের মুখে এই ধরনের প্রকল্প ঘোষণা করার কারণে সরকারের অর্থনৈতিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। যদিও বা তার পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, “আপনাদের অত বাজেটের ব্যাপারে খোঁচা কেন? টাকা তো আপনাদের দিতে হচ্ছে না। সব টাকা রাখা আছে প্রকল্পের জন্য। একটা ভাল কাজ করা হচ্ছে। কিন্তু আপনারা পজেটিভ দিকটা দেখতে পাচ্ছেন না।” অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে নির্বাচনের আগে এই ধরনের প্রকল্প চালু করার সাথে সাথেই প্রশ্ন ছুড়ে দিতে শুরু করেছে বিরোধীরা। যার ফলে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও বিড়ম্বনার মুখে পড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলতে শুরু করেছেন, মানুষের তিনটি বিষয় সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। যার মধ্যে পড়ে অন্ন, বস্ত্র এবং বাসস্থান। নির্বাচনের আগে তাই সেই অন্নের ব্যাপারটি সাধারণ মানুষের কাছে সুনিশ্চিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ধরনের তাক লাগানো উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের ফলে গরীব মানুষেরা 5 টাকায় দুপুর বেলা পেট পুরে খাবার খেতে পারবেন। তবে সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়ে নির্বাচনের আগে মানুষের মনে জায়গা করার চেষ্টা করা হলেও তাতে লাভের লাভ কিছুই হবে না বলে দাবি করছে বিরোধীরা।

তবে শুধু মা কিচেন নয়, রাজ্যের বিভিন্ন জেলাতে বর্তমানে নানা প্রকল্পের উদ্বোধন করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিক থেকে নির্বাচনের আগে এই সময় বেছে নেওয়া হচ্ছে কেন? কেন এতদিন সরকারের এই ব্যাপারে নজর ছিল না, তা নিয়ে প্রশ্ন ক্রমশ ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে ভোটের আগে সরকারের এই ধরনের চমকপ্রদ ঘোষণা বিরোধীদের প্রশ্নের জেরে তৃণমূলের স্বস্তির থেকে অস্বস্তিকেই বেশি বাড়িয়ে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!