এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পছন্দের আসনে টিকিট না পেয়ে রাতারাতি সবুজ থেকে গেরুয়াতে এসেছিলেন, তবে কি এবার পছন্দের আসনে প্রার্থী হতে পারবেন?

পছন্দের আসনে টিকিট না পেয়ে রাতারাতি সবুজ থেকে গেরুয়াতে এসেছিলেন, তবে কি এবার পছন্দের আসনে প্রার্থী হতে পারবেন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর রাজ্যজুড়ে অত্যন্ত তীব্র হয়েছে দলীয় অন্তর্কলহ। প্রার্থী টিকিট না পেয়ে রীতিমত বিদ্রোহ প্রকাশ করেছেন দলের একাধিক হেভিওয়েট নেতা নেত্রীরা। এমনকি রাতারাতি বেশ কিছু নেতা-নেত্রী দলবদলও করে ফেলেছেন গেরুয়া শিবিরে। কিন্তু প্রার্থী টিকিট পেয়েও দলের সঙ্গে মানিয়ে নিতে না পেরে দল ছেড়ে চলে গেছেন এ উদাহরণ নির্বাচনের মুখে তৃণমূলের মুখ পুড়িয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, হাবিবপুরের তৃণমূল প্রার্থী সরলা মুর্মু প্রার্থী টিকিট পেয়েও শুধুমাত্র পছন্দের আসনে প্রার্থী না করার জন্য দল ছাড়েন।

তবে জানা গেছে, সরলা মুর্মু প্রথম দিন থেকেই শুভেন্দু অধিকারীর অন্যতম অনুগামী তাই তিনি দল ছাড়লেন টিকিট পেয়েও। তবে মনে করা হচ্ছিল, গেরুয়া শিবিরে যাওয়ার পর হয়তো তাঁর সমস্যার সমাধান হবে। পছন্দসই জায়গার প্রার্থী টিকিট পাবেন। কিন্তু সেই অনুমান এবার সংশয়ের পথে। সূত্রের খবর, সরলা মর্মকে প্রার্থী করার ক্ষেত্রে বেশ কিছু জটিলতা রয়েছে। প্রথমত, গত সোমবার সরলা দলবদল করেছেন। সেক্ষেত্রে গেরুয়া শিবিরের প্রার্থী তালিকা তার আগেই তৈরি হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। প্রথম দু’দফার তালিকা প্রকাশ হলেও গেরুয়া শিবিরের কাছে পূর্ণ প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে সরলা মুর্মুর পছন্দের আসন পুরাতন মালদহ। কিন্তু এই আসনটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত। কিন্তু সরলা তপশিলি উপজাতি সম্প্রদায়ের। খুব সম্ভবত সেই কারণেই তৃণমূলে পছন্দের আসন চেয়েও তিনি পাননি বলে মনে করা হচ্ছে। কিন্তু দলবদল করলেও একই সমস্যা রয়ে গেছে। ফলে গেরুয়া শিবিরের সম্মতি পেলেও ওই আসনে সরলা মুর্মু লড়াই করতে পারবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই অনেকেই মনে করছেন, তড়িঘড়ি পুরোনো দল ছেড়েও কোন লাভ হল না সরলা মুর্মুর।

যদিও সরলা নিজে জানিয়েছেন, তাঁর প্রার্থী হওয়ার কোনো রকম ইচ্ছা নেই। দলীয় সমস্যার কারণেই তিনি বিজেপিতে এসেছেন। এ ব্যাপারে সমালোচনাসহ রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলেছেন, যারা যারা প্রার্থী তালিকায় স্থান না পেয়ে গেরুয়া শিবিরে গেছেন, কিংবা যিনি প্রার্থী তালিকায় স্থান পেয়েও চলে গেছেন গেরুয়া শিবিরে, তাঁদেরকে কি বিজেপি খুশি করতে পারবে প্রার্থী টিকিট দিয়ে? যদি তাঁরা টিকিট না পান, তাহলে কি সিদ্ধান্ত নেবেন তাঁরা পরবর্তীতে? এই সমস্ত উত্তর পেতে সন্ধান চালাবে ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!