এখন পড়ছেন
হোম > জাতীয় > ৩ রা মে কি উঠছে না লকডাউন? নতুন পদক্ষেপে জল্পনা চরমে! জানুন বিস্তারিত

৩ রা মে কি উঠছে না লকডাউন? নতুন পদক্ষেপে জল্পনা চরমে! জানুন বিস্তারিত


করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয় দফা লকডাউনের ঘোষণা করেছেন গত 15 এপ্রিল থেকে। যা শেষ হবে আগামী 3 রা মে বলে খবর। ইতিমধ্যেই ভারতে লকডাউন চললেও তার মধ্যেই করোনা পরিস্থিতি রীতিমতো মারাত্মক আকার ধারণ করেছে বলে জানা গেছে। এই অবস্থায় নতুন করে গুঞ্জন শুরু হয়েছে আগামী 3 রা মে লকডাউন উঠবে কি উঠবে না তাই নিয়ে।

কিন্তু দেশের বিমান সংস্থাগুলি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, আগামী 15 ই মে পর্যন্ত যাত্রী বিমান চলবেনা। ফলে, ইতিমধ্যেই লকডাউন ৩.০ নিয়ে তীব্র জল্পনা শুরু হয়ে গেছে। কেননা, লকডাউনের ফলে যাত্রী পরিবহন স্তব্ধ – বিপুল পরিমান লোকসানে চলছে বিমান সংস্থাগুলি। ইতিমধ্যেই বহু বিমান সংস্থা নিজেদের কর্মীদের বেতনহীন ছুটিতে পাঠিয়ে দিয়েছে। এই অবস্থায়, পুনরায় যাত্রী পরিবহন চালু হলে, কিছুটা আসার আলো দেখবে সংস্থাগুলি।

কিন্তু, তা না করে এইসব বিমান সংস্থা টিকিট বুকিং পিছিয়ে দেওয়ায় – বিশেষজ্ঞরা নিশ্চিত লকডাউন ৩.০ ঘোষণা হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রসঙ্গত, গত সোমবার এই মর্মে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো ঘোষণা করেছিল, 31 শে মে পর্যন্ত তাঁরা কোন বুকিং গ্রহণ করবেনা। আর এর পর থেকেই একে একে দেশের সমস্ত বিমান সংস্থাগুলি জানিয়ে দেয় 15 ই মে পর্যন্ত যাত্রী চলাচল যে করবেনা তা একপ্রকার নিশ্চিত।

বরং 31 শে মে পর্যন্ত তাঁরা বুকিং বন্ধ রাখতে পারে। ইন্ডিগোর পথে পা বাড়িয়ে ইতিমধ্যেই ভিস্তারা এবং এয়ার এশিয়া জানিয়ে দিয়েছে, আগামী 30 শে মে পর্যন্ত তাঁরা সমস্ত বুকিং বন্ধ রাখছে। অন্যদিকে, স্পাইসজেট এবং গো এয়ার এর পক্ষ থেকেও জানানো হয়েছে, তাঁরাও আগামী 15 ই মে পর্যন্ত কোন বুকিং গ্রহণ করবেনা। অন্যদিকে, এয়ার ইন্ডিয়া জানিয়েছে ডিজিসি এর অনুমোদন পাওয়া গেলেই শুরু হবে বুকিং প্রক্রিয়া।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষের দিন  ঘোষণা করার পর 4 মে থেকে বুকিং খুলে দেয় এয়ার ইন্ডিয়া। কিন্তু সেই সময় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে এয়ার ইন্ডিয়াকে তীব্র ভর্ৎসনা করা হয়। আর তারপরেই বুকিং বন্ধ করে দেয় এয়ার ইন্ডিয়া। অন্যদিকে ডিজিসিএর পক্ষ থেকে জানানো হয়েছে, 3 রা মে যে লকডাউন শেষ হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আপাতত কোনো রকম বুকিং গ্রহণ হবে না।

ডিজিসি এর বক্তব্য অনুযায়ী জানা গেছে, বুকিং খোলার জন্য নির্দিষ্ট সিদ্ধান্ত কিছুদিন আগেই জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে ভারতের সমস্ত বিমান সংস্থাগুলি একে একে বুকিং পিছিয়ে দেওয়ার পরেই গুঞ্জন শুরু হয়েছে লকডাউন নিয়ে। যদিও এ প্রসঙ্গে অসামরিক বিমান পরিবহনমন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, “লকডাউনের সময়সীমা বাড়লেও যে বিমান চলবে, তার কোনও নিশ্চয়তা নেই। তবে সংক্রমণ এড়াতে আপাতত বেশ কিছু দিন যে বিমান পরিষেবা বন্ধই থাকবে, তা একরকম নিশ্চিত।”

তবে লকডাউন নিয়ে এখনো পর্যন্ত কেন্দ্রীয় প্রশাসনের পক্ষ থেকে কোন শব্দ উচ্চারণ করা হয়নি। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 20 শে এপ্রিলের পর থেকে লকডাউন এর নিয়মকানুন কিছুটা শিথিল করা হয়েছে এবং কোন কোন জায়গায় কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, লকডাউন চললেও তার মধ্যেই সংক্রমণের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এই অবস্থায় লকডাউন আরো দীর্ঘায়িত হবে না শেষ হবে নির্দিষ্ট দিনে, তা নির্ভর করছে আগামীদিনের পরিস্থিতির ওপর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!