এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ইসলামপুর কাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে রিপোর্ট গেল নবান্নে – তথ্য যথেষ্ট উদ্বেগজনক

ইসলামপুর কাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে রিপোর্ট গেল নবান্নে – তথ্য যথেষ্ট উদ্বেগজনক


উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার জেরে গত ২০ শে সেপ্টেম্বর প্রাণ হারাতে হয় তাপস বর্মন এবং রাজেশ সরকার নামে দুই ছাত্রকে। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।স্কুলের কম্পিউটার, চেয়ার, টেবিল ও আসবাবপত্র সহ বেশ কিছু জিনিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই স্কুলটি। এই ঘটনার প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় দাড়িভিট হাইস্কুল।

প্রায় দেড় মাস বন্ধ থাকার পর স্কুল খুললে দেখা যায়, সেখানকার পরিকাঠামো যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা দাবি জানাতে থাকেন। জেলা প্রশাসন, রাজ্য সরকারের কাছে এব্যাপারে বিস্তারিত তথ্য পাঠিয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, জেলা প্রশাসনের পাঠানো হিসেবে অনুযায়ী, ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৮ লক্ষ টাকা। এর পাশাপাশি, স্কুলের অন্যান্য পরিকাঠামো উন্নতির জন্যও একটি পৃথক হিসেবে রাজ্যকে পাঠিয়েছে জেলা প্রশাসন।

বিশেষ সূত্রে জানা গেছে, গত ১৬ ই নভেম্বর জেলা প্রশাসনের তরফে এই চূড়ান্ত রিপোর্টটি শিক্ষা দপ্তরে পাঠানো হয়। তাতে দেখা গেছে, স্কুলের বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরির জন্য ১০ লক্ষ ৩০ হাজার টাকা, সিসিটিভির জন্য ৯৭ হাজার টাকা, স্কুলের ক্ষতিগ্রস্ত সম্পত্তি পাল্টে দেওয়ার জন্য ১৮ লক্ষ ১৩ হাজার ৬০০ টাকা, রং করার জন্য ২ লক্ষ ১৫ হাজার টাকা, পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ানোর জন্য শেড এবং এলপিজি সংযোগের জন্য ৯ লক্ষ ৯৭ হাজার টাকার আবেদন করা হয়েছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়াতে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপেক্লিক করুন এই লিঙ্কে

এছাড়াও, সম্প্রতি ইসলামপুরে এসে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ দাড়িভিটের দলঞ্চা নদীতে একটি পাকা সেতু তৈরি করারও প্রতিশ্রুতি দেন। এদিন রাজ্যের কাছে পাঠানো হিসেবে সেই ব্যাপারেও অর্থ মঞ্জুরের আবেদন করা হয়েছে। জানা গেছে, দলঞ্চা নদীর উপরে পাকা সেতু তৈরীর জন্য 7 কোটি 15 লক্ষ টাকা মঞ্জুরের আবেদন করা হয়েছে।

দাড়িভিট হাইস্কুলে ভাঙচুরের ঘটনায় ক্ষয়ক্ষতির এই পরিমাণ দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে ইসলামপুরের মহকুমাশাসক মনীষ মিত্র বলেন, “গন্ডগোলের জেরে স্কুলে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পুনরায় নির্মাণের জন্য একটি ডিপিআর বানানো হয়েছে। এছাড়াও স্কুলের অন্যান্য পরিকাঠামোর উন্নতির জন্য ডিপিআর তৈরি করা হয়েছে। আমরা ইতিমধ্যেই তা শিক্ষা দফতরে পাঠিয়ে দিয়েছি।”

অন্যদিকে, স্কুলে পঠন-পাঠনের মানোন্নয়নের জন্য শিক্ষা দপ্তরের কাছে ৫ জন শিক্ষক নিয়োগেরও আবেদন করা হয়েছে বলে খবর। সব মিলিয়ে দাড়িভিট কান্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে পাঠানো রিপোর্টের পরিপ্রেক্ষিতে এখন নবান্ন ঠিক কি উত্তর দেয় সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!