এবার বিজেপির মিছিল থেকে মুখ্যমন্ত্রীর কুশপুতুল চুরি,অভিযোগের তীর পুলিশের দিকে রাজ্য December 4, 2017 রাজ্যে পুলিশের উপর বিস্ফোরক অভিযোগ করলো বঙ্গ বিজেপি।বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কাঁকিনাড়ায় আক্রান্ত হয়েছিলেন,এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায়। এদিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও একই ছবি দেখা গিয়েছিলো। বিজেপি কর্মী সমর্থকেরা একজোট হয়ে তৃণমূল ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শ্লোগান দিতে শুরু করেন। এরপর মুখ্যমন্ত্রীর কুশপুতুল নিয়ে আসা হয় ঘটনাস্থলে আগে থেকেই পুলিশ ছিল। কিন্তু কুশপুতুল দেখে সেটা আচমকাই ছিনতাই করে পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রূপ নেয় রায়গঞ্জ। পুলিশকে ঘেরাও থেকে শুরু করে সরকারি বাস ভাংচুর করা হয় বলে পুলিশের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। যদিও একে অস্বীকার করেছে বিজেপি নেতারা।এছাড়া বিজেপির অভিযোগ পুলিশ তৃণমূলের কাছে বিক্রি হয়ে গিয়েছে।গণতন্ত্রের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই নিয়ে বিজেপির জেলা সভাপতি নির্মল দাম বলেন, “রাজ্য সভাপতির উপর তৃণমূলের হামলার প্রতিবাদে আমাদের বিক্ষোভ ছিল। কিন্তু পুলিশ লাঠিচার্জ করে মহিলা কর্মীদের উপর। আমাকেও হেনস্থা করা হয়েছে। কুশপুতুল ছিনিয়ে নিয়েছে পুলিশ। পুলিশ তৃণমূলের কাছে বিক্রি হয়ে গিয়েছে। তাই গণতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে।” আপনার মতামত জানান -