এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার গোঠীদ্বন্দে নাম জড়ালো সাধন পান্ডে ও সৌরভ মিত্র-র

এবার গোঠীদ্বন্দে নাম জড়ালো সাধন পান্ডে ও সৌরভ মিত্র-র

তৃণমূল বনাম তৃণমূলের লড়াই নতুন কিছু নয়। পঞ্চায়েত ভোট পর্ব থেকেই নানাভাবে রাজ্যের বিভিন্ন জায়গা নজর কেড়েছে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের কারণে। তবে এবার ঘটনাটি ঘটেছে কোনো পঞ্চায়েত এলাকায় নয়, খোদ কলকাতার বুকে কাঁকুড়গাছির ঘোষবাগান চত্বরে। এক তৃণমূল নেতার সমর্থকেরা অভিযোগ তুলেছে অন্য এক তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। আসুন জেনে নেওয়া যাক প্রকৃত ঘটনাটি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা গেল, এদিন রাতের দিকে কাঁকুড়গাছির ঘোষবাগানে তৃণমূলের পার্টি অফিসে বসেছিলেন মানিকতলার বিধায়ক সাধনপান্ডের দলের সৌরভ মিত্র সহ জনা চারেক। এই সময় নাকি ওই এলাকারই বেলেঘাটার তৃণমূলের বিধায়ক পরেশ পালের সাঙ্গপাঙ্গ সুদীপ সাহা সহ আরো কিছু জন হঠাৎ কার্যালয়ে ঢুকে তাঁদের আক্রমণ করেন। বেধড়ক মারধোরও শুরু করেন পিস্তলের বাঁট দিয়ে। এর পাশাপাশি পার্টি অফিসও ভাঙচুর করা হয়। এই হামলার লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের দলীয় কর্মী সৌরভ মিত্র। এলাকাবাসীও এই ঘটনা প্রসঙ্গে আওয়াজ তুলে জানান যে উল্টোডাঙ্গা থেকে কাঁকুড়গাছি এলাকা অব্দি তৃণমূলের দুই যুযুধান গোষ্ঠীর ভিতর এরকম গন্ডোগোল প্রায়ই নাকি ঘটে থাকে। তবে এ ব্যাপারে পুলিশি সক্রিয়তার দেখা মেলেনি এখনো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!