এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতাকে হেনস্থা করতেই কি সিবিআইকে কাজে লাগাচ্ছে বিজেপি? বিজেপি নেতার স্বীকারোক্তিতে বাড়ছে জল্পনা

মমতাকে হেনস্থা করতেই কি সিবিআইকে কাজে লাগাচ্ছে বিজেপি? বিজেপি নেতার স্বীকারোক্তিতে বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল বারবার অভিযোগ করেছে যে, তাঁদেরকে হেনস্থা করতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডিকে কাজে লাগাচ্ছে বিজেপি। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের একাধিক শীর্ষ নেতাকে তলব করা হয়েছে তাদেরকে হেনস্থা করতে। এই অভিযোগ বারবার করেছে তৃণমূল। এবার, বেফাঁস মন্তব্য করে তৃণমূলের এই অভিযোগকে কার্যত স্বীকৃতি দিলেন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল বিজেপির সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সম্বর্ধনা সভা ছিল। এই সভা থেকে রাজ্য সরকারকে কঠোর ভাষায় আক্রমণ করেন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি জানান,
বিধানসভা নির্বাচনে জয়লাভের পর ঘরে ঘরে অকথ্য অত্যাচার, হাজার হাজার বিজেপি কর্মীকে ঘরছাড়া করেছিল তৃণমূল। তৃণমূল মনে করেছিল যে, এটা হলো তাদেরই জমানা। কিন্তু লড়াই করে মমতার নাকের গোড়ায় সিবিআইকে লাগিয়ে দিয়েছে বিজেপি। শুরু করেছে গ্রেফতার। এ কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করতে পারছেন না। আর সিট গঠন করে দস্যুদের ধরার কাজ চলছে।

রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহার এই বক্তব্য দলকে তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছে বলেই, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সিবিআই, ইডির বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা রাজ্যের শাসক দল তৃণমূল, এবার সেই অভিযোগই কার্যত মেনে নিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। আর বিজেপির বিরুদ্ধে প্রচার করার একটা বড়সড় অস্ত্র তুলে দিলেন তিনি তৃণমূলের হাতে। এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ জানালেন যে, তৃণমূলের অভিযোগকেই কার্যত সীলমোহর দিয়ে দিয়েছেন রাহুল সিনহা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!