এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপিতে গোষ্ঠীকোন্দল ক্রমশ বাড়ছে, পাল্টা ঘর গুছিয়ে হাসি চওড়া হচ্ছে অনুব্রত মন্ডলের!

বিজেপিতে গোষ্ঠীকোন্দল ক্রমশ বাড়ছে, পাল্টা ঘর গুছিয়ে হাসি চওড়া হচ্ছে অনুব্রত মন্ডলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২o২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলপক্ষে প্রতিটি রাজনৈতিক দলই নিজের ঘর গোছাতে শুরু করেছে। অন্য দলের ঘর ভেঙে চলছে নিজের শ্রীবৃদ্ধির চেষ্টা। অন্যদলের মতো বিজেপিও এই কাজে বসে নেই। কিন্তু এরমধ্যেই অশনি সংকেতের মতো বিজেপিতে বাড়ছে গোষ্ঠীকোন্দল, যারফলে বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিচ্ছে বিজেপির মধ্যে। এই পরিবেশে বীরভূম জেলার অনুব্রত গড়ে বিভাজন স্পষ্ট হলো বিজেপির অন্দরে।

স্থানীয় সংবাদসূত্রে জানা গেছে, দলবিরোধী কাজের অভিযোগে বিজেপি থেকে বহিস্কার করা হয়েছে বীরভূম বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলকে। তিন বছরের জন্য তিনি দোল থেকে বহিস্কৃত হলেন । দল থেকে বহিস্কৃত হয়ে বীরভূম বিজেপির বর্তমান জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলের বিরুদ্ধে আক্রমণের তীর শানিয়েছেন তিনি। তিনি বলেছেন, ” বিজেপি এবার একটাও সিট পাবে না বীরভূমে। বিজেপি এখন বালি মাফিয়া ও তৃণমূলের সঙ্গে হাত ধরাধরি করে চলতে চাইছে। তার ফল ভুগবে বিজেপি। আমাকে কেউ সরাতে পারবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি আরো বলেছেন, “বিজেপির একাংশ চাইছে আমাকে রামায়ণ ও মহাভারতের মতো বনবাসে পাঠাতে। কিন্তু কালোসোনা মণ্ডলকে দমিয়ে রাখা যাবে না। সিপিএম, তৃণমূল পারেনি তাঁকে দমিয়ে রাখতে। বিজেপিও পারবে না। কালোসোনা মণ্ডল তাঁর নিজের মতোই চলবে। তাঁকে সরিয়ে বিজেপি নিজেদের সর্বনাশ ডেকে আনল।”

কালাসোনা মন্ডলের বিবৃতির পাল্টা জবাব দিতে গিয়ে বীরভূম বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল বলেছেন, “বালি মাফিয়া বা তৃণমূলের সঙ্গে আঁতাত রয়েছে বিজেপির, তার প্রমাণ দিক। সবাই জানে কারা এসব কাজ করে বেড়াচ্ছে। উনিও জেলার দায়িত্ব ছিলেন, তখন কটা গ্রাম পঞ্চায়েত, কটা পঞ্চায়েত সমিতিতে বিজেপির প্রতিনিধি ছিল। আর এখন বীরভূমে তৃণমূলের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পেরেছে বিজেপি। আমি দায়িত্বে আসার পর তৃণমূল হাড়ে হাড়ে টের পাচ্ছে।” অন্যদিকে বিজেপি থেকে একইসঙ্গে বহিস্কার করা হয়েছে বীরভূমের প্রাক্তন বিজেপি সম্পাদক পলাশ মিত্রকে। তাঁকে চার বছরের জন্য দল থেকে বহিস্কার করা হয়েছে।

বিধানসভা ভোটের প্রাক্কালে দুই সদস্যকে বিজেপি থেকে বহিস্কার করে করা পধ্যেপ নিল বীরভূম বিজেপি, সেইসঙ্গে সতর্ক করে দিল দলের অন্যান্য বিক্ষুব্ধ দেরও। তবে এই ঘটনার ফলে বিজেপি দলে বিভাজন তথা ভাঙ্গন ঘটায় তৃণমূলের যথেষ্ট সুবিধা হলো বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল। বিশেষত প্রাক্তন সম্পাদক কালোসোনা মণ্ডল যিনি দীর্ঘ সময় ধরে বীরভূম জেলায় বিজেপিকে নেতৃত্ব দিয়ে এসেছিলেন ।

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই বহিষ্কারের ঘটনা সম্পর্কে বলা হয়েছে, ” এই জেলায় বিজেপির কোনও সংগঠন নেই। বিজেপি বুঝে গিয়েছে বীরভূমে তাদের কোনও জায়গা হবে না। প্রতিটি কেন্দ্রেই হারবে তারা। তাই হতাশা থেকে এসব করে বেড়াচ্ছে বলেই আমাদের মনে হয়। এই যে বিজেপিতে বিজেপিতে কোন্দল হচ্ছে, আসন্ন নির্বাচনে তা বিজেপির অবধারিত হারকেই সূচিত করছে।”

প্রসঙ্গত, এই নিয়ে হাসি চওড়া হচ্ছে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের। কেননা তিনি নেত্রীর হাতে বীরভূমিকে বিরোধী শুন্য করে উপহার দিতে চেয়েছেন। ফলে সেই অনুসারে সংগঠনও সাজাচ্ছেন। আর বিজেপির এই গোষ্ঠী কোন্দলে তাই আখেরে লাভ দেখছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!