এখন পড়ছেন
হোম > জাতীয় > বিক্ষোভ দেখাতে গিয়ে মহামারী আইনে গ্রেপ্তার প্রদেশ কংগ্রেস সভাপতি, তুলকালাম এই রাজ্যে

বিক্ষোভ দেখাতে গিয়ে মহামারী আইনে গ্রেপ্তার প্রদেশ কংগ্রেস সভাপতি, তুলকালাম এই রাজ্যে


লকডাউনে গোটা দেশের বিভিন্ন প্রান্তে বহু পরিযায়ী শ্রমিক আটকে। এরমধ্যে দেশের চির পুরাতন রাজনৈতিক দল কংগ্রেসের উদ্যোগে প্রায় ১ হাজার টি বাস পরিযায়ী শ্রমিকদের উত্তরপ্রদেশ নিয়ে পৌঁছোবে বলে জানা যায়। সূত্রের খবর প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বিষয়টি জানিয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে অনুমতি চায়। জানা গেছে কংগ্রেসের তরফে কথা ছিল গত মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে গাজিয়াবাদ ও গৌতম বুদ্ধ নগরের জেলাশাসকের কাছে এই ১ হাজারটি বাস হাজির করা হবে। কিন্তু উত্তরপ্রদেশ সীমান্তে আগ্রা জেলা প্রশাসন একেরপর একটা বাস আটকে দেয়।

জানা গেছে কংগ্রেসের তরফে এদিন অভিযোগ করা হয় স্থানীয় পুলিশ প্রশাসন উপরতলার নির্দেশ মেনে আটকে দিয়েছে শ্রমিক বহনকারী বাসগুলো। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে এই অভিযোগের প্রতিক্রিয়া হিসাবে উত্তর প্রদেশ সরকার জানায় প্রায় ২৫০ টির উপর বাসের কোনো নির্দিষ্ট কাগজ নেই এবং ১০০ টির ওপর অন্য গাড়ি থাকার কারণে আটকানো হয় বাসগুলো। জানা গেছে এদিন কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে যোগী সরকার জানায় কংগ্রেস পরিযায়ী শ্রমিকদের ফেরানোর নামে প্রতারণা করেছে রাজ্যের সাথে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের কংগ্রেস সভাপতি অজয় কুমার লালু ও প্রিয়াঙ্কার ব্যাক্তিগত সচিব সন্দীপ সিং – এর বিরুদ্ধে এই প্রতারণার মামলা করা হয় বলে জানা গেছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রিয়াঙ্কা গান্ধী,এমনটাই জানা গেছে। অন্যদিকে সূত্রের খবর জেলা আধিকারিকদের কাছে কাকুতি মিনতি করেও কোনভাবেই গাড়িগুলি ঢোকার অনুমতি মেলেনি। কার্যত দিনভর উত্তর প্রদেশ সীমান্তেই দাঁড়িয়েছিল বাসগুলো।

জানা গেছে অনুমতি না মিললে সীমান্তেই অবস্থান করবেন বলে জানিয়েছে কংগ্রেস। এদিকে বিক্ষোভের জেরে উত্তর প্রদেশ পুলিশ গ্রেপ্তার করে প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লালুকে। জানা গেছে রীতিমত প্রশাসনিক প্রভাব খাটিয়ে তাকে ফতেপুর সিক্রি থানায় নিয়ে যেতে হয় এদিন। সারারাত সেখানেই তাকে রেখে দেওয়া হয় এবং দফায় দফায় জেরা করা হয় বলে খবর। প্রসঙ্গত লকডাউন উলঙ্ঘন করার অভিযোগ এনে অজয় কুমার লালুর বিরুদ্ধে মামলা দায়ের করেন উত্তরপ্রদেশ প্রশাসন।

সূত্রের খবর এদিকে সন্দীপ সিং- এর কথা অনুযায়ী এদিন রাতেই তিনি উত্তরপ্রদেশের মুখ্য সচিবের উদ্দ্যেশে চিঠি লিখে জানান সকাল থেকে তারা অনুমতির জন্য অপেক্ষা করছেন। অনুমতি না পাওয়া পর্যন্ত উত্তরপ্রদেশ সীমান্তেই অপেক্ষা করা হবে। সেক্ষেত্রে তাড়াতাড়ি অনুমতি পাওয়ার দাবি জানান তিনি। জানা গেছে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে এদিন প্রিয়াঙ্কা গান্ধী রাজ্য বিজেপির কাছে অনুমতি চান। এদিন তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘যখন শ্রমিকদের একটু সাহায্য করার সুযোগ পাওয়া গেল তখন একের পর এক বাধা আসছে। সেরকম মনে হলে, বাসের সামনে বিজেপির পতাকা-ব্যানার লাগিয়ে দিন। কিন্তু দয়া করে বাসা ঢোকার অনুমতি দিন।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!