এখন পড়ছেন
হোম > জাতীয় > জল্পনা বাড়িয়ে সংসদীয় রাজনীতি থেকে সরে যাচ্ছেন শীর্ষ বিজেপি নেত্রী

জল্পনা বাড়িয়ে সংসদীয় রাজনীতি থেকে সরে যাচ্ছেন শীর্ষ বিজেপি নেত্রী

২০১৪ তে নরেন্দ্র মোদী-অমিত শাহের হাত ধরে কেন্দ্রে ক্ষমতায় আসতেই দল থেকে একপ্রকার ‘বৃদ্ধতন্ত্রের’ অবসানে লাগে বিজেপি। লালকৃষ্ণ আডবাণী, মুরলি মনোহর যোশীর মত একের পর এক শীর্ষ ও বর্ষীয়ান নেতাকে ‘মার্গদর্শক মন্ডলীর’ সদস্য করে কার্যত ক্ষমতার বৃত্তের বাইরে পাঠাতে শুরু করেন মোদী-শাহ জুটি, এমনকি দলের মধ্যে ক্রমশ কোনঠাসা হয়ে পড়তে থাকেন আডবাণী ঘনিষ্ঠ নেতারা বলেও অভিযোগ। দলীয় সাংসদ হয়েও এসবের বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুলেছেন শত্রুঘ্ন সিনহার মত নেতারা। আর এবার সংসদীয় রাজনীতি থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করে জল্পনা বাড়ালেন লালকৃষ্ণ আডবাণী ঘনিষ্ঠ বলে পরিচিত কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী উমা ভারতী। তবে সংসদীয় রাজনীতি থেকে সরে গেলেও দলীয় কাজের সঙ্গে যুক্ত থাকবেন তিনি বলে জানিয়েছেন। দুবারের সাংসদ উমা ভারতী জানিয়েছেন শরীর ও বয়সের কারণে এই সিদ্ধান্ত তিনি নিতে বাধ্য হলেন। কিন্তু মাত্র ৫৮ বছর বয়সেই ‘শরীর ও বয়সের কারণে’ সক্রিয় রাজনীতি থেকে এইভাবে সরে যাওয়ায় রীতিমত জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!