রাজ্যে ৮১ লক্ষ কর্মসংস্থান দিয়ে কর্মসংস্কৃতির হাল ফেরার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী বিশেষ খবর রাজ্য January 16, 2018 গতকাল শালবনিতে প্রশাসনিক সভা মঞ্চে দাঁড়িয়ে একগুচ্ছ পরিসংখ্যান তুলে ধরে রাজ্যের শিল্প ও কর্মসংস্থান প্রসঙ্গে তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান – ১. আমরা ৮১ লক্ষ চাকরি দিয়েছি, ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে ২. আগের তুলনায় রাজ্যের কর্মসংস্কৃতির হাল ফিরেছে, এখন আর শ্রমদিবস নষ্ট হয় না ৩. আমরা ৮১ লক্ষ বেকার যুবককে চাকরি দেওয়া হয়েছে, আরও দেব ৪. এমএসএমই, ১০০ দিনের কাজে, স্কিল ট্রেনিং এ, ই-টেন্ডারিংয়ে বাংলা আজ এক নম্বরে ৫. কন্যাশ্রীতে বাংলা বিশ্বের মধ্যে এক নম্বরে ৬. রাজ্যে এখন শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়েছে, দেশের শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি করতে দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ ৭. ১০ টি ফরাসি কোম্পানি আসছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে, দিনে দিনে রাজ্যের বিনিয়োগ পরিস্থিতি উজ্জ্বল হচ্ছে ৮. বহু শিল্পপতি রাজ্যে শিল্প করতে আগ্রহী হয়েছেন ৯. আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, সকলের জন্য আমরা প্রকল্প করে দিয়েছি ১০. মত্স্য ভ্যান, ধাম,সা মাদল, পাট্টা, ফুটবল, ট্র্যাক্টর সব দেওয়া হচ্ছে ১১. ৪৫ লক্ষ মেয়েদের কন্যাশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে ১২. ৫৭ লক্ষ তপসিলি জাতি ও উপজাতি ছেলেমেয়েদের শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে ১৩. একটা বাচ্চা জন্মালে তাকে একটা করে গাছ দেওয়া হয় সবুজশ্রী প্রকল্পের আওতায় ১৪. ২ টাকা কেজি দরে চাল গম দেওয়া হয় বাংলার ৮ কোটি মানুষকে ১৫. আমরা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দিচ্ছি, ৭০ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে আপনার মতামত জানান -