এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “উনি নিজে যেসব পাপ করেছেন, সেই পাপের জন্য আমাদের দোষী করার চেষ্টা চালাচ্ছেন।” – বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি

“উনি নিজে যেসব পাপ করেছেন, সেই পাপের জন্য আমাদের দোষী করার চেষ্টা চালাচ্ছেন।” – বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলছে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। দু’দফার নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, সামনে রয়েছে তৃতীয় দফা। এই আবহে একাধিক ইস্যুতে বিজেপির তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, মুখ্যমন্ত্রী নিজে যে সব পাপ করেছেন, সেই সমস্ত পাপের জন্য তিনি বিজেপিকে দোষী করার চেষ্টা চালাচ্ছেন।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ২০০ টি আসনে জয়লাভ করতেই হবে। না হলে দলের গদ্দারদের কিনে নেবে বিজেপি। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পাল্টা বক্তব্য হিসেবে দিলীপ ঘোষ জানালেন যে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আত্মবিশ্বাস কমে গেছে। তিনি নিজের দলের নেতাকর্মীদের উপরই বিশ্বাস করতে পারছেন না। তিনি আরও জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি মনে করেন যে, তাঁর দলের নেতারা অন্য দলে চলে যাবেন, তাহলে এই সমস্ত নেতাদের কেন ভোট দিতে যাবেন ভোটাররা?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে, তৃণমূলের নেতাদের বারবার ফোন করছে বিজেপি। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান যে, তৃণমূলের কোন নেতাকেই বিজেপির পক্ষ থেকে ফোন করা হয়নি। বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বিজেপি নেতাদের ফোন করতে শুরু করেছেন। তিনি অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতকতা করার পাঠ দিচ্ছেন। এরপরই তিনি জানিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে সব পাপ করছেন, সেই সমস্ত পাপের জন্য বিজেপিকে দোষী করার চেষ্টা চালাচ্ছেন।

আবার, মুখ্যমন্ত্রী একাধিকবার অভিযোগ করেছেন যে, বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা হিসেবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, একজন মানসিক ভারসাম্যহীন হলেই কেউ বলতে পারেন যে, কেন্দ্রীয় বাহিনী টাকা বিলোচ্ছে। আবার, সম্প্রতি মুখ্যমন্ত্রীর একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। এবার এ বিষয় নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানালেন, এই ভিডিও এখন সবাই দেখেছেন। তিনি আগেও এ সম্পর্কে বলেছেন, এ বিষয়ে আর নতুন কিছু বলতে চান না তিনি। তিনি এটুকুই জানালেন, যা প্রমাণ হওয়ার ছিল তা প্রমাণ হয়ে গেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!