এখন পড়ছেন
হোম > অন্যান্য > নতুন বছর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে হাজির হচ্ছে রাজ্য সরকার? জানুন বিস্তারিত

নতুন বছর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে হাজির হচ্ছে রাজ্য সরকার? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বছর জানুয়ারি মাসের শেষ দিন অর্থাৎ ৩১ তারিখ প্রাথমিক টেটের জন্য চূড়ান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে এমন কথা জানিয়েছেন তিনি। সেখানে ইতিমধ্যে উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়াও জানুয়ারিতে শুরু হবে বলে জানানো হয়েছে। যার ফলে রাজ্যের ১৬ হাজার ৫০০টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি।

সেইসঙ্গে এই সমস্ত শূন্যপদের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ সম্পর্কিত বিজ্ঞপ্তি আজকে জারি করা হবে বলে জানা গেছে। আর ইন্টারভিউ হবে জানুয়ারি মাসের ১০ থেকে ১৭ তারিখ। সেসঙ্গে নিয়োগপত্র বিনিয়োগের ক্ষেত্রে দ্রুততার সঙ্গে কাজ করা হবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে পরীক্ষা অফলাইনে হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানে করোনা পরিস্থিতির মধ্যে পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দেবেন তার উপযুক্ত পরিকাঠামো প্রস্তুত থাকবে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে শিক্ষক সংগঠনগুলিকে। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন অফলাইন পরীক্ষায় অংশ নেবেন রাজ্যের আড়াই লক্ষ পরীক্ষার্থী। সেখানে জেলাস্তরে শিক্ষার তথ্য দেখে তাদের নিয়োগের সঙ্গে সঙ্গে বদলির নির্দেশ জারি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিন তিনি জানান যে, শিক্ষকদের বাড়ির কাছে বদলি চেয়ে ইতিমধ্যেই সরকারের কাছে আবেদন করেছিলেন ১০ হাজার ১৬৩ জন। সেখানে ইতিমধ্যেই ৬৪৬৬ জনকে বদলি করার নির্দেশিকা জারি হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে সেক্ষেত্রে বাকিদের বুঝে বদলি করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। সেইসঙ্গে সেকেন্ডারি ক্ষেত্রে যে ৫৫০২ জন শিক্ষক নিজের জেলায় বদলি চেয়েছিলেন, তাদের ক্ষেত্রেও ৩৮৫২ জনকে বদলি করা হয়েছে বলেও জানান হয়েছে।

অন্যদিকে, মিউচুয়াল ভাবে ৪৫৯৪ জন বদলি চেয়েছিলেন বলেও জানা গেছে। সেখানে এদিন জানান হয়েছে ৪৪৯০ জনকেই বদলি করা হয়েছে। সেখানে যদিও আপস-বদলি ও বিশেষ কারণে বদলি ছাড়া কোনও বদলিই এখনও চালু হয়নি বলেই দাবি জানিয়েছেন শিক্ষক সংগঠনগুলি। যায় মধ্যে বিশেষ করে আবেদনের ভিত্তি ও জেলা বদলি চালু হয়নি বলেই দাবি করেছেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!