এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > 24 পরগনাকে ক্রমশ নিজেদের দুর্গ বানিয়ে ফেলছে তৃণমূল? বিজেপি, বাম, কং ভাঙ্গলে ছাড় পেল না কেউ!

24 পরগনাকে ক্রমশ নিজেদের দুর্গ বানিয়ে ফেলছে তৃণমূল? বিজেপি, বাম, কং ভাঙ্গলে ছাড় পেল না কেউ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত দিন যাচ্ছে, ততই উত্তর 24 পরগনায় নিজেদের সংগঠনকে শক্তিশালী করছে তৃণমূল কংগ্রেস। একের পর এক বিরোধী দল ভেঙে নিজেদের দিকে নেতাকর্মীদের যোগদান করিয়ে বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করাই এখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে জেলা তৃণমূল নেতৃত্বের। গত লোকসভা নির্বাচনে এই উত্তর 24 পরগনায় তৃণমূলের ফলাফলে কিছুটা হলেও বিমুর্ষ হয়ে পড়েছিল শাসকদলের কর্মীসমর্থকরা।

কিন্তু এবার বিরোধী দল বাম, বিজেপি এবং কংগ্রেস থেকে একের পর এক নেতা কর্মীদের তৃণমূল কংগ্রেসে যোগদান নিঃসন্দেহে উজ্জীবিত করছে ঘাসফুল শিবিরকে। সূত্রের খবর, এদিন বসিরহাট মহকুমা বাদুড়িয়া বিধানসভার পৌর কমিউনিটি হলে বিরোধী দল কংগ্রেস, বিজেপি, সিপিএম এবং নির্দল থেকে 20 জন মেম্বার সহ কয়েকশো কর্মী-সমর্থক যোগদান করেন তৃণমূল কংগ্রেসে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের কো অর্ডিনেটর নারায়ন গোস্বামী, বাদুড়িয়া ব্লক ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বুরহানুল মোকাদ্দিন, বাদুড়িয়া ব্লক যুব তৃনমূলের সভাপতি রাজু আহমেদ সহ অন্যান্যরা। আর বিরোধীদল ভেঙে এত বিপুল কর্মী-সমর্থকদের তৃণমূলে যোগদান নিঃসন্দেহে শাসক দলের কাছে বড় পাওনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু কেন হঠাৎ তারা নিজেদের দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন?

এদিন এই প্রসঙ্গে দলত্যাগীরা বলেন, “আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হতে এসেছি। যেভাবে করোনা মোকাবিলা করছেন রাজ্যের প্রশাসনিক প্রধান, সামনে দাঁড়িয়ে লড়াই করছেন এবং তার হাত শক্ত করতে এই তৃণমূলে যোগদান। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলনেত্রীর পথ অনুসরণ করছেন, তার কাজে উদ্বুদ্ধ হয়ে আমরা এই দলে যোগদান করলাম। যাতে মানুষের কাজ করতে পারি।” সব মিলিয়ে এবার উত্তর 24 পরগনায় বিরোধী দল ভেঙে তৃণমূলে যোগদান আগামীদিনে ভোটব্যাংকে কি প্রভাব ফেলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!