এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > করোনা আবহে নিয়ম ভাঙ্গায় দিলীপের বিরুদ্ধে মামলা হলেও, তৃণমূলের জমায়েত অব্যাহত! উঠছে প্রশ্ন

করোনা আবহে নিয়ম ভাঙ্গায় দিলীপের বিরুদ্ধে মামলা হলেও, তৃণমূলের জমায়েত অব্যাহত! উঠছে প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা ভাইরাস যখন হু হু করে বাড়ছে, ঠিক তখনই সামাজিক দূরত্ব যাতে সকলে পালন করেন, তার জন্য লকডাউন করা হয়েছে। জমায়েতে বিধি-নিষেধ জারি করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও শাসক থেকে বিরোধী বিভিন্ন সময়ে নানা নেতাদের ময়দানে নেমে কর্মী-সমর্থক নিয়ে নানা কর্মসূচি করতে দেখা গেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় উঠতে শুরু করেছে প্রশ্ন।

তবে কিছুদিন আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সামাজিক দূরত্ব পালন না করে দলের প্রয়াত বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন। যা নিয়ে দিলীপবাবুর বিরুদ্ধে লকডাউন আইন ভাঙ্গার অভিযোগ তুলে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। গোটা ঘটনাকে ন্যায় সঙ্গত বলে নানা মহল দাবি করলেও, বিজেপির দিলীপবাবুর ক্ষেত্রে এক আইন, আর তৃনমূল বিধায়কের ক্ষেত্রে আর এক আইন, তা কী করে সম্ভব?

সূত্রের খবর, এদিন মল্লিকপুরের গোস্বামীখন্ডের সৃজনী সভাগৃহে অনুষ্ঠিত সভায় 59 টি পরিবার বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন। যাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় না আউশগ্রামের তৃণমূল বিধায়ক অভেদানন্দ থান্ডার। যেখানে উপস্থিত ছিলেন অনেক তৃণমূল নেতৃত্ব। জানা যায়, এই অনুষ্ঠানে বিন্দুমাত্র স্বাস্থ্যবিধি মানা হয়নি। একে অপরের সঙ্গে গা ঘেষাঘেষি করে বসে থাকেন তৃণমূল নেতারা। স্বাভাবিকভাবে যেখানে দিলীপ ঘোষের বিরুদ্ধে লকডাউন আইন ভঙ্গের অভিযোগে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হল, সেখানে তৃণমূল বিধায়ক সামাজিক দূরত্ব না মানা সত্ত্বেও, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না! এখন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, প্রয়াত বিধায়কের স্মরণসভায় যোগ দেওয়ার পর দিলীপ ঘোষ বলেছিলেন যে, শুধুমাত্র বিরোধীদের জন্যই সরকারের এই প্রতিহিংসাপরায়ন আচরণ। তাহলে কি বিজেপি রাজ্য সভাপতির সেই অভিযোগ ঠিক? সত্যিই কি বেছে বেছে বিরোধীদের হেনস্থা করবার জন্যই লকডাউন আইন! এখন তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এদিন এই প্রসঙ্গে আউসগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপির আহ্বায়ক দেবব্রত মন্ডল বলেন, “রাজ্যের শাসক দল কোনো নিয়মনীতি না মেনে এই ধরনের সভা করছে। তাতে এলাকায় আরও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।” যদিওবা এই ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা যুক্তি দেওয়া হয়েছে।

এদিন এই প্রসঙ্গে আউসগ্রামের তৃণমূল বিধায়ক অভেদানন্দ থান্ডার বলেন, “সভায় উপস্থিত সকলের মুখেই মাস্ক ছিল। সকলে নির্দিষ্ট দূরত্ব মেনেই বসেছিলেন।” তবে তৃণমূল বিধায়ক যে কথাই বলুন না কেন, বিজেপির ক্ষেত্রে এক আইন আর তাদের ক্ষেত্রে আরেক আইন! তা নিয়ে এখন বিশেষজ্ঞদের মধ্যে তৈরি হয়েছে প্রশ্ন। তাহলে কি নামেমাত্র লকডাউন? বিজেপি যেখানে কর্মসূচি করবে, সেখানে তাদেরকে বাধা দিতেই কি সরকারের পক্ষ থেকে এই লকডাউন করা হয়েছে! এখন তা নিয়ে সোচ্চার হতে শুরু করেছে সমালোচক মহল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!