এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ৮ দিনেই করোনাকে তুড়ি মেরে উড়িয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বর্ষীয়ান বিধায়ক! খুশির হাওয়া তৃণমূলে

৮ দিনেই করোনাকে তুড়ি মেরে উড়িয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বর্ষীয়ান বিধায়ক! খুশির হাওয়া তৃণমূলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি দীর্ঘদিন ধরেই অবনতির দিকে। রেকর্ড হারে মৃত এবং আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে রাজ্যে। রাজ্যের করোনা পরিস্থিতি এই মুহূর্তে যে চূড়ান্ত ভয়ঙ্কর সে কথা এক বাক্যে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা। করোনা সংক্রমণে একের পর এক রাজনৈতিক নেতারা এবার আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট নেতার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে আমরা জেনেছি। তবে এবার করোনা আক্রান্ত হয়েও বর্ষিয়ান তৃণমূল নেতা যেভাবে করোনাকে হারিয়ে ফিরে এলেন, তা তৃণমূল শিবিরে রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছে বর্তমানে।

সম্প্রতি হাওড়ার দাপুটে তৃণমূল নেতা 85 বছর বয়স্ক বিধায়ক জটু লাহিড়ী গত চৌঠা আগস্ট করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এক সপ্তাহ হাসপাতালে কাটানোর পর বুধবার তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। তবে ডাক্তারের নির্দেশ অনুযায়ী এখনো কিছু নিয়মের মধ্যে থাকতে হবে তাঁকে বলে জানা গেছে। কিছুদিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর মৃত্যু হয়। সে সময় তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন হাওড়া শিবপুর এর বিধায়ক জটু লাহিড়ী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফিরে এসেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাঁর করোনা পরীক্ষা হয়। দেখা যায়, রিপোর্ট পজিটিভ। এরপরেই তাঁকে মুকুন্দপুরের এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এতটা বয়স হয়ে যাওয়াতে জটু লাহিড়ীর করোনা সংক্রমণ যথারীতি চিন্তা বাড়িয়ে দিয়েছিল তাঁর পরিবার-পরিজন ও দলের। অন্যদিকে জটু লাহিড়ীর করোনা আক্রান্তের খবরে খুব স্বাভাবিকভাবেই সংক্রমণের আতঙ্ক ছড়ায়। তবে এদিন জটু লাহিড়ী করোনাকে হারিয়ে বাড়ি ফিরে আসায় যথারীতি সবাই চূড়ান্ত খুশি।

অন্যদিকে জানা গেছে, বাংলায় ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেছে এক লাখের গণ্ডি। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 2203 জন। অবশ্য সুস্থ হয়ে উঠেছেন অনেকেই। করোনার বাড়বাড়ন্তকে ঠেকাতে সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আবার ফিরিয়ে এনেছেন লকডাউন। কিন্তু তা সাপ্তাহিকভাবে পালিত হচ্ছে রাজ্যে। যদিও এই নিয়ে বিতর্কও কম হচ্ছেনা। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর দাবি করছে, বর্তমানে রাজ্যে সুস্থতার হার বেড়ে চলেছে দ্রুতগতিতে। আপাতত নজর করোনার হাত থেকে কবে মুক্তি মেলে সেদিকে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!