এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লোকাল ট্রেনে আসতে চলেছে যুগান্তকারী পরিবর্তন! বদলে যাবে আপনার ট্রেনযাত্রার পরিচিত ছবি?

লোকাল ট্রেনে আসতে চলেছে যুগান্তকারী পরিবর্তন! বদলে যাবে আপনার ট্রেনযাত্রার পরিচিত ছবি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে মার্চ মাসের শেষদিক থেকে দেশজুড়ে ঘোষিত হল লকডাউন। সম্প্রতি চলছে যার আনলক পর্ব। এই আনলক পর্বে খোলা হয়েছে বহু কিছু। চলতে শুরু করেছে মেট্রোরেল পর্যন্ত। কিন্তু রাজ্যে এখনো পর্যন্ত তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে লোকাল ট্রেন। লোকাল ট্রেন পরিষেবা চালুর দাবীতে বারবার সরব হয়েছে রাজ্যবাসী। করোনা সংক্রমনের কারণে দীর্ঘ সময় ধরে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় সমস্যাগ্রস্থ বহু মানুষ। লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকার ফলে অনেকেই যোগ দিতে পারছেন না তাঁদের কাজ কর্মে।

এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বহু মানুষকে। কিন্তু লোকাল ট্রেন এ রাজ্যে চালু করার বিষয়ে কেন্দ্র এখনও নীরব। কেন্দ্রীয় সরকারের তেমন কোন আগ্রহ দেখা যাচ্ছে না এ ব্যাপারে। ফলে সমস্যা বাড়ছে নিত্যযাত্রীদের। লোকাল ট্রেন কবে চালু হবে? সে প্রশ্নের উত্তর দাওয়া এখনও সম্ভব না হলেও লোকাল ট্রেনের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে বেশকিছু পদক্ষেপ নিল পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল।

এবার থেকে সমস্ত ইএমইউ ট্রেনের কামরায় চালু হতে চলেছে, প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম। সেইসাথে লোকাল ট্রেনের দরজায় বসানো হচ্ছে স্লাইডিং ডোর। অত্যন্ত উন্নতমানের এই দরজাগুলি বিদেশ থেকে আসতে চলছে। রেলের পুরনো লোহার দরজার পরিবর্তে এই গুলো যথেষ্ট হালকা ও সুবিধাজনক। সহজে খোলা-বন্ধের সুবিধা থাকায় বর্ষা ও শীতকালে এই দরজাগুলো অত্যন্ত উপযুক্ত। তবে, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এবার থেকে লোকাল ট্রেনে চালু হবে সিসিটিভি ব্যবস্থা।

দক্ষিণ-পূর্ব রেলের লোকাল ট্রেনগুলিতে এই কাজ শুরু হয়ে গেছে। পূর্ব রেলে ডাকা হয়েছে এ কাজের টেন্ডার। পরিষেবা বন্ধ রাখার সময়ে লোকাল ট্রেনে এই সংস্কারগুলি করে নিচ্ছে রেল দপ্তর। রেল সূত্রের খবর, রেল যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে, যাত্রীদের সুরক্ষার প্রতি লক্ষ্য রেখেই হাওড়া, শিয়ালদহ সহ সমস্ত শহর ও শহরতলীর লোকাল ট্রেনের কামরায় এবার থেকে বসতে চলেছে সিসিটিভি। যদিও নতুন ইএমইউ রেকগুলিতে সিসিটিভি আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু পুরনো গুলিতে এটা না থাকায়, এ বিষয়ে উদ্যোগ নিল রেল মন্ত্রক। লোকাল ট্রেনের কামরায়, চুরি-ছিনতাই, মহিলাদের হেনস্থা এসব অভিযোগ বহুকালের। এবার এসব সমস্যার সমাধানের উদ্যোগ নিল রেল। প্রসঙ্গত, চেন্নাইয়ের ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি তৈরী করেছে সিসিটিভির এই নকশা। যে নকশা মান্য করে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের সমস্ত লোকাল ট্রেনগুলোতে সিসিটিভি বসানোর কাজ শুরু হলো। ইএমইউ ট্রেনের সমস্ত কামরাতে বসতে চলেছে ৫, ৬ টি উচ্চ ক্ষমতাসম্পন্ন আইপি ডোম সারভেইল্যান্স ক্যামেরা।

অত্যন্ত উন্নত মানের এই ক্যামেরা দিয়ে লোকাল ট্রেনের কামরায় কি ঘটছে, না ঘটছে তার সমস্ত কিছুর ওপর নজরদারি করতে পারবেন মোটরম্যান ও গার্ড। ট্রেন চালানোর সময় মোটরম্যান যদি সিগন্যাল অমান্য করেন, তবে সেটাও ধরা পরে যাবে এই ক্যামেরায়। আবার মোটরম্যানের কামরায় রাখা হবে একটি টিভি স্ক্রিন। ক্যামেরা গুলিতে নিজে থেকেই ছবি রেকর্ড হয়ে চলে যাবে রেলের মূল সার্ভারে। যা রাখা রেলের কোনও দফতরে বসানো থাকবে।

সিসিটিভি ক্যামেরার সঙ্গে সঙ্গেই লোকাল ট্রেনের মহিলা কামরার বাইরে, লেডিস স্পেশাল ট্রেনের কামরার বাইরে, প্রতিবন্ধীদের কামরার বাইরে রাখা হবে লালবাতির সাইরেন। বিপদগ্রস্ত কোনো যাত্রী যদি চেন টানেন। তবে সঙ্গে সঙ্গে লালবাতি জ্বলবে, বাজবে সাইরেন। বিপদ সংকেত চলে যাবে মোটরম্যান ও গার্ডের কাছে। তাঁরা দ্রুত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবেন। প্রয়োজনে তাঁরা আরপিএফ বা রেলের সিকিউরিটি কন্ট্রোল এর কাছে সাহায্য চাইতে পারবেন। কিন্তু এতো কিছু করেও লোকাল ট্রেন পরিষেবা চালু না হওয়ায় মুখভার বহু নিত্যযাত্রীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!