এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > শুভেন্দু অধিকারীর উদ্যোগে মুখ্যমন্ত্রীর হাত ধরে 2 রা অক্টোবর বড় ঘোষনা মেদিনীপুরে

শুভেন্দু অধিকারীর উদ্যোগে মুখ্যমন্ত্রীর হাত ধরে 2 রা অক্টোবর বড় ঘোষনা মেদিনীপুরে


মহাত্মা গান্ধীর জন্মের 150 বছর পূর্তিতে তাঁকে উৎসর্গ করেই আগামী 2 রা অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার নতুন বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন -সোমবার ময়নার চংরা এলাকায় হলদিয়ৃ পেট্রোকেমিক্যালসের অর্থ সাহায্যে ময়না বিবেকানন্দ বিদ্যামন্দিরের অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্টানে এসে একথাই বললেন রাজ্যের পরিবহন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী।সূত্রের খবর, এদিন এই অনুষ্টানের পরই শুভেন্দু অধিকারী তমলুক জেলা হাসপাতালের 100 টি ও হলদিয়া মহুকমা হাসপাতালের 50 টি ট্রলি বেডের উদ্বোধন করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এছাড়াও নন্দীগ্রামের রায়চক গোপালচক তৃতীয় খন্ড হাইস্কুলে 9.34 কোটি টাকা দিয়ে অতিরিক্ত শ্রেনীকক্ষ, শহীদ মাতঙ্গিনী ব্লকের হাকোল্লা উচ্চ বিদ্যালয়ে 30 লক্ষ 46 হাজার টাকায় সংস্কার, সুতাহাটার চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয়ে শ্রেনীকক্ষ নির্মানে 11 লক্ষ 32 হাজার কোটি টাকা এবং 20 লক্ষ টাকায় নন্দকুমারের নিকাশি মহেশ্বর জিউ বিদ্যামন্দিরের ছাত্রাবাসের এদিন উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী। এরপরই শুভেন্দু অধিকারী বলেন, “মহিষাদলে হলদিয়া উন্নয়ন সংস্থার 20 একর জমি বিশ্ববিদ্যালয় নির্মানের জন্য বরাদ্দ করা হয়েছে। আগামী 2 রা অক্টোবর মহাত্মা গান্ধীর নামে সেই বিশ্ববিদ্যালয় উৎসর্গ করবেন মুখ্যমন্ত্রী।” এদিকে ট্রলি উদ্বোধন করার পর মন্ত্রী বলেন,
“আমি আশা করব কোনোও রোগীকে এবার আর মেঝেয় শুয়ে চিকিৎসা করতে হবে না।” এদিনের এই অনুষ্টানগুলিতে পরিবহন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী, জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি মধুরিমা মন্ডল, বিধায়ক সংগ্রাম দোলই, হলদিয়া উন্নয়ন সংস্থার সিইও ভিভু গোয়েল সহ বিশিষ্টজনেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!