এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের কাছে জবাব চেয়ে বই প্রকাশ বাং- কংগ্রেসের, জেনে নিন

রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের কাছে জবাব চেয়ে বই প্রকাশ বাং- কংগ্রেসের, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেস ও বাম শিবির হাতে হাত ধরে ঐক্যবদ্ধভাবে চলবার সিদ্ধান্ত নিয়েছে। জোট গঠন করে শাসক দল তৃণমূলকে রাজনৈতিকভাবে চাপে রাখার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে এই দুই বিরোধী দল। এই পরিস্থিতিতে গতকাল সোমবার রাজ্য সরকারকে চাপে রাখতেই প্রেসক্লাবে একটি বই প্রকাশ করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী প্রমুখরা। যে বইটির নাম হলো ‘জবাব দিন জনতাকে’। রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদেরকে বাম ও কংগ্রেসের এই দুই নেতার লেখা ৫৪ টি চিঠির সংকলন হলো এই বইটি।

গতকাল সোমবার কলকাতার প্রেসক্লাবে ‘জবাব দিন জনতাকে’ এই বইটি প্রকাশ করা হলো। বইটি আনুষ্ঠানিক প্রকাশ করলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, আব্দুল মান্নান প্রমুখরা। গত চার বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী। তাঁদের অভিযোগ রাজ্যের নানা সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানানো হলেও, তাঁর কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এই কারণেই তাঁদের এই চিঠিগুলির কথা মানুষের সামনে তুলে ধরতেই তাঁদের এই বই প্রকাশ।

গতকাল প্রেসক্লাবে এই গ্রন্থ প্রকাশের অনুষ্ঠানে বাম নেতা সূর্যকান্ত মিশ্র জানালেন যে, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার দেশে ও রাজ্যে গণতন্ত্রর কণ্ঠরোধ করেছে। তাঁর অভিযোগ লোকসভা ও রাজ্যসভাতে কেন্দ্রীয় সরকার যেমন বিভিন্ন রকম নিয়ম নীতি উপেক্ষা করছে, তেমনি রাজ্য বিধানসভায় গণতন্ত্রকে ধ্বংস করছে রাজ্যের শাসক দল তৃণমূল। তিনি অভিযোগ করেছেন সমগ্র দেশে বিজেপি এবং এরাজ্যে তৃণমূল গণতন্ত্রকে ধ্বংস করছে। তিনি আরও অভিযোগ করেছেন যে, বামপন্থী নেতারা সৎ ভাবমূর্তির অধিকারী হবার কারণে তাদের নানাভাবে লোভ দেখিয়ে, তাদেরকে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, ইতিপূর্বে এভাবে কখনো জনপ্রতিনিধিদেরকে কেনাবেচা করা হতো না। যা সম্প্রতি ব্যাপকভাবে চলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকালের এই অনুষ্ঠানে বিরোধী দলনেতা আব্দুল মান্নান অভিযোগ করলেন যে, বাম আমলেও তিনি বিরোধী সদস্য ছিলেন, কিন্তু সে সময় বিরোধীদের এভাবে কণ্ঠরোধ করা হতো না। সেসময় বিরোধীরা কোন কথা বলতে গেলে, তাঁদেরকে এভাবে বাধা দেওয়া হতো না। কিন্তু সম্প্রতি মুখ্যমন্ত্রী ছাড়া আর কোন রাজনীতিকের নিজের মতামত প্রকাশের অধিকার নেই বলে অভিযোগ করলেন তিনি। রাজ্যের মানুষকে এই সব কিছু ভালো করে বোঝাতেই ৫৪ টি চিঠি নিয়ে এই বইটির প্রকাশ করা হল বলে তিনি জানিয়েছেন।

বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেন। তাঁর অভিযোগ, বিধানসভায় অনিয়ম করে সময় কমিয়ে দেয়া হচ্ছে। আলোচনা ঠিকমতো করতে দেয়া হচ্ছে না। রাজ্য সরকারের প্রতি তাঁর প্রশ্ন, এমন যদি চলতে থাকে, তাহলে মানুষের দুর্দশার কথা কোথায় বলা হবে? তিনি অভিযোগ করেছেন যে, চিঠি লিখে মুখ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে জবাব চাওয়া হলেও মুখ্যমন্ত্রী কোন কোন জবাব দেননি। এ কারণে এবারে এ সমস্ত চিঠি তুলে দেয়া হচ্ছে রাজ্যের মানুষের হাতে।এভাবে চিঠি সম্বলিত গ্রন্থের প্রকাশের মাধ্যমে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাম ও কংগ্রেস নেতারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!