এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > ‘চারমাসের মধ্যেই রাষ্ট্রপতি শাসন জারি হবে বাংলায়’? বিজেপি সংসদের মন্তব্য ঘিরে জল্পনা !

‘চারমাসের মধ্যেই রাষ্ট্রপতি শাসন জারি হবে বাংলায়’? বিজেপি সংসদের মন্তব্য ঘিরে জল্পনা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল সোমবার বাঁকুড়া জেলার রাইপুরের একটি জনসভা থেকে রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ আগামী চার মাসের মধ্যেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে বলে হুঁশিয়ারি দিলেন। শাসকদল তৃণমূলের বিরুদ্ধেও একাধিক হুঁশিয়ারি দিলেন তিনি। অন্যদিকে এবারের পূজার অনুষ্ঠান পালন প্রসঙ্গে গতকালের হাইকোর্টের রায়কে তিনি স্বাগত জানালেন। তাঁর মন্তব্য ঘিরে তুমুল জল্পনার সৃষ্টি হলো বাংলার রাজনীতিতে।

গতকাল সোমবার কেন্দ্রীয় নয়া কৃষি আইনের পক্ষে বিজেপির পক্ষ থেকে বাঁকুড়া জেলার রাইপুরে একটি বিশেষ পথসভার আয়োজন করা হয়েছিল। এই পথসভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, ডা. সুভাষ সরকার, বিজেপির যুব মোর্চার নেতা সৌগত পাত্র সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ গতকালের এই সভামঞ্চ থেকে সরাসরি শাসকদলের নাম না নিয়েও বললেন, ” জঙ্গল মহলকে খেপিও না। জঙ্গলের কাঠ দিয়ে এমন মারধর করা হবে, পালিয়ে যেতে হবে।”

নাম না করেও শাসকদল তৃণমূলের বিরুদ্ধে এমন বক্তব্য রাখার পর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জানালেন যে, রাজ্যের শাসক দল তৃণমূল যেভাবে তার অত্যাচার রাজ্যে কায়েম রেখেছে, তাতে আগামী চার মাসের মধ্যেই, ডিসেম্বরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে। এর পরেই দলের কর্মীদের প্রতি তিনি জানান যে, পঞ্চায়েতের যেখান থেকেই তৃণমূলের দুর্নীতির খবর আসবে, সেখানেই তাদের ঘেরাও করে, তাদের তোলাবাজির হিসেবে রাখতে। বিজেপি সংসদ সৌমিত্র খাঁর এই বক্তব্যের পর শোরগোল পড়ে যায় রাজ্যের রাজনৈতিক মহলে। যা নিয়ে শুরু হয় ব্যাপক জল্পনা।

গতকাল সোমবার বাঁকুড়ার রাইপুরের এই পথসভার অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যেখানে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন তিনি। রাজ্যের সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি থেকে শুরু করে ছত্রধর মাহাতোর মতো বিষয় নিয়েও আলোচনা করেন তিনি। এ বছরের দুর্গাপুজোর অনুষ্ঠান পালন নিয়েও বক্তব্য রাখতে দেখা যায় সৌমিত্রকে। এ সম্পর্কে তিনি জানান যে, তিনি আদালতের গতকালের রায়কে স্বাগত জানিয়েছেন। সমস্ত মানুষকে তিনি নিজের পাড়ার পুজো দেখার ও সেখানে যোগদান করার আবেদন জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, করোনা সংক্রমণ কালে দুর্গা পূজার অনুষ্ঠান আদৌ অনুষ্ঠিত হবে কিনা? এ নিয়ে যখন নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল। সে সময়ে বেশ কিছু নির্দেশ মান্য করে পুজোর অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পূজার অনুষ্ঠান পালনের বিষয়ে বেশ কিছু নির্দেশও রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। কিন্তু পূজোর ভিড় কিভাবে নিয়ন্ত্রণ করা হবে? সে বিষয়ে ছিল একাধিক প্রশ্ন। গত সোমবার কলকাতা হাইকোর্ট তার বিশেষ রায়ের মাধ্যমে জানাল, এবছর পুজো মণ্ডপ গুলি রাখা হবে কনটেনমেন্ট জোনে। মণ্ডপ হবে দর্শকশূন্য, পূজামণ্ডপের বাইরে থাকবে নো এন্ট্রি বোর্ড। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আজ আবার আদালতের দ্বারস্থ হতে চলেছে ফোরাম ফর দুর্গোৎসব।

সম্প্রতি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার বিক্ষোভ জানিয়েছে প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপির পক্ষ থেকে একাধিকবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির হুঁশিয়ারি দেয়া হয়েছিল। গতকাল সৌমিত্র খাঁ এ বিষয়ের হুঁশিয়ারিকে কেন্দ্র করে শোরগোল পরে গেলো রাজ্যের রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!